বুধবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
হেলথ কর্নার

শিশুর মেরুদণ্ড ব্যথা

আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিশুরা জাতির মেরুদন্ড , তাই আমাদের শিশুদের সুস্থ ও সবল হওয়া খুবই প্রয়োজন। বর্তমানে অনেক রোগী পাচ্ছি যাদের বয়স ৮ থেকে ১৫ বৎসরের মধ্যে, তাদের প্রধান উপসর্গ হলো মেরুদন্ডে  ব্যথা। এই ব্যাথার কারণ নির্ণয় করতে, রোগীর ইতিহাস থেকে জানা গেল- ১। তাদের প্রতিদিন সকালে ব্যাগ ভর্তি বই নিয়ে স্কুলে যেতে হয়, অনেক ক্ষেত্রে দেখা যায়  বই ভর্তি  ব্যাগের ওজন  শিশুটির শরীরের ওজনের চেয়েও বেশি , যার ফলে এই অধিক ওজনের ব্যাগ বহন করতে শিশুর পিঠের  মাংস-পেশিগুলো স্টিফ বা শক্ত হয়ে যায়। ২। তাদের দৈনন্দিন কাজের মধ্যে কোনো ফিজিক্যাল এক্সারসাইজ নেই। যেমন - সকালে ঘুম থেকে ওঠে ব্যাগ ভর্তি বই নিয়ে স্কুলে যাই, তারপর বাসায় ফিরে একটু কম্পিউটার গেম, তারপর যথারীতি একের পর এক টিউটর আসে, তারপর স্কুলের হোমওয়ার্ক শেষ করতেই চলে আসে ঘুমানোর সময়, সব কিছু মিলিয়ে খেলাধুলা কিংবা শারীরিক ব্যায়াম করার জন্য সুযোগ নেই বললেই চলে। ৩। এরপর অনেকেই বাচ্চার আরামের কথা চিন্তা করে, ঘুমানোর সময় ফোমের বিছানা ব্যবহার করেন যা মেরুদন্ডের  জন্য মারাত্মক ক্ষতিকর, কারণ ফোমের বিছানায় শিশুর মেরুদে র স্বাভাবিক আকৃতি পরিবর্তন করে দিতে পারে।

পরামর্শ : স্কুল ব্যাগের ওজন যেন, শিশুর বহনযোগ্য হয় সেদিকে খেয়াল রাখতে হবে। শিশুর নিয়মিত কিছু শারীরিক ব্যায়ামের ব্যবস্থা নিতে হবে। শিশুর খেলাধুলার জন্য পর্যাপ্ত সময় দিতে হবে। শিশুর শোবার বিছানা শক্ত হতে হবে, অন্যথায় মেরুদন্ডের স্বাভাবিক গঠন বদলে যেতে পারে।

 ডা. এম ইয়াছিন আলী,

ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসাপাতাল ধানমন্ডি, ঢাকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর