মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

ব্রণের শল্যচিকিৎসা

ব্রণের শল্যচিকিৎসা

রূপচর্চায় যদি কখনো কোনো প্রতিবন্ধকতা আসে তাহলে দুশ্চিন্তার অন্ত থাকে না। ব্রণ হলো তেমনি এক অসহনীয় প্রতিবন্ধক। কিন্তু ভাবনা নেই। কারণ এর জন্য কসমেটিক সার্জারি ‘রেডিও ফালগারেশন’ হাতের নাগালে।

এটি এক আধুনিক কসমেটিক সার্জারি, সেটি ত্বকের নরম কোষে ‘রেডিও ওয়েবস’ প্রবাহ করে কোষের পানিকে বাষ্পে পরিণত করে। ফলে কোষগুলো দ্রবীভূত হয়ে যায়। একইভাবে ত্বকের ব্রণগুলো দ্রবীভূত হয়ে যায়।

প্রতিকার : ব্রণ যেহেতু হরমোন দ্বারা প্রভাবিত, সেহেতু এটি নিয়ন্ত্রণে রাখতে হবে। ব্রণের উৎপত্তিস্থলে ব্যাকটেরিয়া জীবাণুর ভূমিকা থাকায় দীর্ঘস্থায়ী এন্টিবায়োটিক সেবন অপরিহার্য। এ জন্য চাই ধৈর্য ও সচেতনতা।

কিন্তু সব চিন্তার অবসান ঘটিয়ে বিস্ময়কর কসমেটিক সার্জারি ‘রেডিও ফালগারেশন’ মাত্র এক সেশন চিকিৎসায় পার্শ্বক্রিয়া ছাড়াই ব্রণ নির্মূল করতে সক্ষম।

উপসংহার : ‘রেডিও ফালগারেশন’ বর্তমান কসমেটিক জগতের এক আধুনিক সংস্করণ। বলতে গেলে সৌন্দর্য পিপাসুদের জন্য এটি এক রেভ্যুলিউশন। তবে সার্জারীটি গ্রহণ করার পর বেশ কিছুদিন এন্টিবায়োটিক সেবন করতে হবে। এতে কোনো ক্ষতি নেই।

ডা. এ কে এম মাহমুদুল হক

খায়ের, ত্বক ও অ্যালার্জিরোগ বিশেষজ্ঞ এবং কসমেটিক সার্জন

শমরিতা হাসপাতাল, ঢাকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর