সোমবার, ৬ মে, ২০১৯ ০০:০০ টা

হেলথ কর্নার

স্বাস্থ্য ডেস্ক

সোরিয়াসিস একটি দীর্ঘস্থায়ী দুরারোগ্য চর্মরোগ। এ রোগ নারী-পুরুষ উভয়ক্ষেত্রেই হতে দেখা যায়। এখন পর্যন্ত এ রোগের সুনির্দিষ্ট কারণ নির্ণয় করা সম্ভব হয়নি। এক্ষেত্রে ত্বকে প্রথমে প্রদাহের সৃষ্টি হয় এবং সে স্থানে লালচে ভাব দেখা যায়। একই সঙ্গে ছোট ছোট গুটি যা চামড়া থেকে সামান্য উঁচুতে থাকে। ধীরে ধীরে এগুলো বড় হতে পারে। মাছের আঁইশের মতো উজ্জ্বল সাদা শুকনো চলটা দ্বারা গুটিগুলো আচ্ছাদিত থাকে। এ আঁইশগুলো ঘষে ঘষে তুললে আঁইশের নিচের চামড়ায় লালচে ভাব দেখা যায় এবং তা থেকে রস-কষ ঝরতে পারে। সাধারণভাবে একজন সোরিয়াসিস রোগীকে দেখলে অন্যরা ভয় পেয়ে যান এবং অনেকেরই ধারণা এটা ছোঁয়াচে। আসলে এটা কোনো ছোঁয়াচে রোগ নয়। এমনকি জীবাণুজনিত রোগও নয়। তাই তার থেকে অন্য কারও হওয়ার কোনো ঝুঁকি নেই। এটা বড় কোনো সমস্যার সৃষ্টিও করে না। সোরিয়াসিসের উপসর্গ ত্বকের যে কোনো স্থানেই দেখা দিতে পারে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর