শনিবার, ১৮ মে, ২০১৯ ০০:০০ টা
জেনে রাখা ভালো

রোজায় ব্যথার রোগীদের টিপস্

চলছে পবিত্র মাহে রমজান। অনেক বাত-ব্যথা রোগী বিশেষ করে যারা হাঁটু বা কোমর ব্যথায় আক্রান্ত তারা এ সময় সালাতুত তারাবি পড়তে বেশ অসুবিধায় পড়ে যান। তাই তাদের জন্য  বাড়তি সতর্কতা প্রয়োজন। তাই ব্যথায় আক্রান্ত রোগীরা ফিজিওথেরাপি শুরু করতে পারেন। ফলে অনেকটা ফিট হয়ে যাবেন। তাতে আপনি অনেক বেশি কর্মক্ষম থাকবেন। যারা দাঁড়িয়ে নামাজ পড়লে খুব বেশি সমস্যা বোধ করেন তারা চেয়ারে বসেই নামাজ পড়ুন। রমজান মাসে ব্যথার ওষুধ সেবনে বাড়তি সতর্কতা অবলম্বন করুন। কারণ সারা দিন রোজা রাখায় ব্যথার ওষুধ পাকস্থলীর প্রদাহ সৃষ্টি করতে পারে অথবা শরীর দুর্বল করে দিতে পারে। দীর্ঘদিন ব্যথানাশক সেবন করবেন না। সাহরির আগে আর ইফতারির দুই ঘণ্টা আগে অথবা পরে ব্যায়াম করুন। কোমরে বেল্ট পরে বা হাঁটুর ক্যাপ পরে নামাজ পড়বেন না, এতে অস্বস্তি আরও বাড়বে। যাদের ওজন বেশি তারা যতœবান হোন। পরিমিত খাবার গ্রহণ করে ওজনটা কমিয়ে নিতে পারেন। এছাড়া নিয়মিত ফিজিওথেরাপি ব্যথা নিয়ন্ত্রণ করে।

ডা. মোহাম্মদ আলী, পেইন এন্ড ফিজিওথেরাপি বিশেষজ্ঞ, এইচপিআরসি, উত্তরা, ঢাকা।

[email protected]

সর্বশেষ খবর