শনিবার, ১০ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

হেলথ টিপস

স্বাস্থ্য ডেস্ক

আমরা সাধারণত চুলের যত্নে ব্যবহার করি নারিকেল তেল। কেউ কেউ আবার ত্বক পরিচর্চার জন্যও ব্যবহার করেন এটি। তবে এখানেই এর পুষ্টিগুণ শেষ নয়। কারণ চুল কিংবা ত্বক পরিচর্যার পাশাপাশি অনেকগুলো স্বাস্থ্য সমস্যা সমাধান করে থাকে এই নারিকেল তেল। চলুন জেনে নেই নারিকেল তেলের এমনই অজানা কিছু ব্যবহার-

ঘামের দুর্গন্ধ দূর করতে বগলে কিছু পরিমাণ নারিকেল তেল ম্যাসাজ করে লাগান। নারকেল তেলে থাকা উপাদান ঘাম শুষে নেয়, যা দুর্গন্ধ হওয়া রোধ করে। নারিকেল তেলে কিছু উপকারি ফ্যাট রয়েছে। এর অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান পাকস্থলীর ইনফেকশন দূর করে। ফলে হজমের সমস্যা দূর হয়। এছাড়া ঘুমের সমস্যা দূর করে দেবে নারিকেল তেল। বিশুদ্ধ নারিকেল শরীরের অভ্যন্তরীণ ক্রিয়া ঠিক রাখে। যা আপনাকে ভালো ঘুমে সহায়তা করে। ছোটখাটো জ্বালাপোড়া হঠাৎ করে হাত পুড়ে গেলে সেখানে কিছু পরিমাণ নারিকেল তেল ব্যবহার করুন। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শও নেওয়া উচিত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর