শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

পায়ুপথের ব্যথা এনাল ফিসার

পায়ুপথের ব্যথা এনাল ফিসার

জাহিদ সাহেব (ছদ্মনাম) অফিসে এসেছেন অনেক কষ্ট করে, কারণ চলতে ফিরতে গেলেই ব্যথা হয়। এই ব্যথা পায়ুপথে, দুদিন আগে বেশ প্রেসার দিয়ে টয়লেট করতে হয়েছিল। তার পরই তার পায়ুপথে এই ব্যথা শুরু হয়, এটি তিনি কাউকে বলতেও পারছেন না আবার সহ্যও করতে পারছেন না। যন্ত্রণাময় একটি সময় কাটাচ্ছেন তিনি। জাহিদ সাহেবের এই রোগের নাম হচ্ছে এনাল ফিসার। মলদ্বারের একটি রোগ, বাংলায় যাকে গেজ বলা হয়, খুব সহজে বলতে গেলে এনাল ফিসার হচ্ছে মলদ্বার ছিঁড়ে যাওয়া। কোষ্ঠ কঠিন হলে, মলদ্বারের মধ্যে কোনো অস্বাভাবিকতা থাকলে কিংবা রোগী মলত্যাগের সময় অতিরিক্ত চাপ দিলে মলদ্বারে একটি চিড় ধরে। পরবর্তী সময়ে মলত্যাগের সময় সেটি আবার ছিঁড়ে যায় আর অল্প বা বেশি তাজা রক্ত যায় এবং তীব্র ব্যথা শুরু হয়। এই ব্যথা ছিঁড়ে যাওয়ার মতো, পিন দিয়ে খোঁচা দেওয়ার মতো, কিংবা মরিচ লাগিয়ে দেওয়ার মতো হতে পারে। এই ব্যথার কারণে রোগী মলত্যাগ করতে ভয় পায়। ফলে কোষ্ঠ আরও কঠিন হয়। আর রোগটি চক্রাকারে চলতে থাকে, রোগ ক্রমানুয়ে আরও জটিল হয়। রোগী কাউকে বলতে পারে না আবার সহ্যও করতে পারে না। এ রকম দীর্ঘদিন চললে মলদ্বার ক্রমান্বয়ে সরু হয়ে যায়। এই রোগ নিয়ে জীবনকে দুর্বিষহ করার প্রয়োজন নেই। অতি সহজে এর চিকিৎসা করা সম্ভব। প্রাথমিক পর্যায়ে স্থানীয়ভাবে কিছু ওষুধ প্রয়োগ করে এই রোগ ভালো করা যায়। পরবর্তীকালে অপারেশনের প্রয়োজন হলেও ছোট একটি অপারেশন করে এ রোগ সম্পূর্ণ সারিয়ে তোলা যায়। চিকিৎসার পর রোগী সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করতে পারে। রোগকে লালন না করে নির্মূল করুন ও সুন্দর জীবন যাপন করুন।

অধ্যাপক ডা. এসএমএ এরফান

কোলোরেক্টাল সার্জন,

জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল, ধানমণ্ডি, ঢাকা।

সর্বশেষ খবর