মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

এলাচের গুণাগুণ

সুস্বাদু খাবার তৈরিতে এলাচ একটি অন্যতম গুরুত্বপূর্ণ মসলা। রান্নার পাশাপাশি  পানের  স্বাদ বৃদ্ধিতে ব্যবহৃত হয়ে থাকে এলাচ। এর রয়েছে নানা ভেষজও গুণ যা শরীরে নানা সমস্যা দূর করে থাকে। হজমশক্তি বৃদ্ধি করতে ২ বা ৩টি এলাচ, ১টি ছোট আদার টুকরো, ২-৩ টি লং এবং কয়েকটি ধনিয়া একসঙ্গে গুঁড়ো করে নিন। এটি গরম পানিতে মিশিয়ে পান করুন। এটি হজমশক্তি বৃদ্ধি করে গ্যাস, বমি বমি ভাব দূর করে থাকে। মুখের দুর্গন্ধ দূর করতে খাবার খাওয়ার পর এক টুকরো এলাচ কিছুক্ষণ চিবিয়ে নিন। অথবা এলাচ চা পান করুন প্রতি দিন সকালে। সূত্র : হেলথ জার্নাল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর