সোমবার, ৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
জেনে রাখা ভালো

পাইলস অপারেশন নিয়ে ভ্রান্ত ধারণা

পাইলসের অপারেশন নিয়ে বিভ্রান্তির শেষ নেই। অনেকেই বছরের পর বছর পাইলসের যন্ত্রণায় ভুগছেন অনেকের রক্ত যেতে যেতে রক্ত শূন্য হয়ে গেছেন কিংবা ভালো-মন্দ কিছু খান না, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের দাওয়াতে যান না। এরপরও পাইলসের অপারেশনের কথা বললে আঁতকে ওঠেন। তারা কোনোভাবেই অপারেশন করতে চান না। এই অপারেশন ভীতির কারণ কী? কোনো কোনো রোগী বলেন অপারেশন করলে পাইলস ভালো হয় না। টয়লেট করা যায় না। পায়ুপথে প্রচ- ব্যথা হয়। অনেক সময় মল ধরে রাখা যায় না। এই রোগীদের এসব কথা আংশিক সত্য। কারণ আগে পাইলসের বিভিন্ন পর্যায়ে চিকিৎসায় এ জাতীয় সমস্যা কোনো কোনো রোগী দেখেছেন বা শুনেছেন বলে তারা এসব কথা বলেন। রোগীদের অপারেশনের ভীতি দূর করতে এখন ব্যবহৃত হচ্ছে সর্বাধুনিক লেজার চিকিৎসা। এ চিকিৎসায় লেজারের মাধ্যমে পাইলসের চিকিৎসা করা হয়, যেখানে কোনো কাটাছেঁড়া নেই। ফলে কোনো ব্যথা বেদনা বা রক্তপাত নেই। রোগী চিকিৎসার পরপরেই স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন। পরের দিন  নিজের স্বাভাবিক কাজকর্মে ফিরে যেতে পারেন। অপারেশনের পরপরেই স্বাভাবিকভাবে মলত্যাগ করতে পারেন। অর্থাৎ পাইলসের লেজার চিকিৎসা একটি অত্যন্ত রোগী বান্ধব চিকিৎসা। পাইলস অপারেশনের যেসব কারণে রোগীরা ভয় পেতেন তার কোনোটাই এখন নেই।

তাই পাইলস অপারেশন নিয়ে বিভ্রান্ত না হয়ে সচেতন হোন।

অধ্যাপক ডা. এসএমএ এরফান, কোলোরেক্টাল সার্জন, জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল,  ঢাকা।

সর্বশেষ খবর