বুধবার, ২০ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
হেলথ টিপস

দাঁতে ক্ষয় বা গর্ত হলে করণীয়

দাঁতে গর্ত বা ক্ষয় হয়ে গেলে অনেক সময় আমরা তেমন গুরুত্ব দিই না, অবহেলা করে থাকি। কিন্তু এই গর্ত অনেক সময় মারাত্মক দাঁত ব্যথার সৃষ্টি করে। দাঁতে গর্ত হলে সাধারণত খাবার আটকে থাকে যা পরে পচে যায় এবং মুখে দুর্গন্ধ সৃষ্টি করে। যদি খাবার আটকে থাকে তাহলে সঙ্গে সঙ্গে উক্ত গর্তটি একজন অভিজ্ঞ ডেন্টাল সার্জন দ্বারা ফিলিং করে নিতে হবে। আর যদি ফিলিং করে নেওয়া না হয় তাহলে এই গর্ত ধীরে ধীরে আরও গভীর হয়ে মজ্জা আক্রান্ত হয় এবং ব্যথার সৃষ্টি করে। এই পর্যায়ে অবশ্যই দাঁতের রুট ক্যানেল চিকিৎসা করে ব্যথামুক্ত করতে হবে। ব্যথামুক্ত হলে ক্যাপ করে নিলে পূর্বের অবস্থায় উক্ত দাঁত ফিরে আসবে। তাই সচেতন হোন

ডা. মাহমুদ আলম

সহকারী অধ্যাপক, ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ, ঢাকা।

সর্বশেষ খবর