শনিবার, ১১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
প্রেসক্রিপশন

জটিল রোগ এনাল ফিস্টুলা

জটিল রোগ এনাল ফিস্টুলা

এনাল ফিস্টুলা বা ফিস্টুলা ইন এনো পায়ুপথের জটিল একটি রোগ। এই রোগ সহজে ভালো হতে চায় না। চিকিৎসাও জটিল। রোগ নিয়ে যেমন অনেকদিন ভুগতে হয় তেমনি চিকিৎসা নিয়েও অনেক ভুগতে হয়। কিন্তু বর্তমানে ফিস্টুলার লেজার চিকিৎসার মাধ্যমে এই রোগের চিকিৎসার যুগান্তকারী উন্নতি সাধিত হয়েছে। সবচেয়ে আশার কথা হচ্ছে লেজার চিকিৎসা এখন বাংলাদেশেই সফলভাবে সম্পন্ন হচ্ছে। ফিস্টুলাকে সহজ ভাষায় একটি নালি বলতে পারি। এনাল ফিস্টুলার উদ্ভব হয় পায়ুপথের আরেকটি রোগ পায়ুপথের ফোঁড়া বা Peri anal absess থেকে। আমাদের পায়ুপথের আশপাশে অনেক এষধহফ বা গ্রন্থি থাকে যার মুখ থাকে পায়ুপথের দিকে। আর পায়ুপথে থাকে কোটি কোটি জীবাণু। কোনো কারণে এই জীবাণু সেই গ্রন্থিতে ঢুকে পড়লে পায়ুপথের ফোঁড়া বা Peri anal absess তৈরি হয়। সেই ফোঁড়াটি পায়ুপথের আশপাশের চামড়ার দিকে যখন ফেটে যায়, তখনই Fistula in ano তৈরি হয়। শত বছর ধরে এই ফিস্টুলার যে অপারেশন ছিল তার নাম ফিস্টুলোটমি, অর্থাৎ নালিটা পুরোটা কাটা হতো। এতে পায়ুপথে বিশাল ক্ষত হতো। যা ভালো হতে অনেক সময় লাগত, দীর্ঘদিন ব্যথা বেদনা থাকত। বর্তমানে বাংলাদেশে লেজারের ফিস্টুলা চিকিৎসা জনপ্রিয়। এই অপারেশনের নাম  FILAC (Fistula Laser Closour)। এতে কোনো কাটাছেঁড়া করতে হয় না। ফিস্টুলার নালিতে লেজার প্রোব ঢুকিয়ে নালিটাকে বন্ধ করে দেওয়া হয়। এতে কোনো কাটাছেঁড়া, সেলাই, রক্তপাত ইত্যাদি একেবারেই নেই। কেটে অপারেশনের ফলে পায়ুপথে তীব্র ব্যথা, রক্তপাত ইত্যাদির কোনো সম্ভাবনাই নেই। তাই প্রাথমিক অবস্থায় চিকিৎসা নিলে দ্রুত আরোগ লাভ হয়। মনে রাখবেন প্রতিকার নয় প্রতিরোধ উত্তম।

অধ্যাপক ডা. এস এম এ এরফান

কোলোরেকটাল সার্জন, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল, ধানমন্ডি, ঢাকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর