রবিবার, ৩ মে, ২০২০ ০০:০০ টা
হেলথ কর্নার

সুস্থ আছেন করোনার প্রথম টিকা নেওয়া সেই নারী

স্বাস্থ্য ডেস্ক

প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। এই ভাইরাসের বিষাক্ত ছোবলে বিশ্বব্যাপী প্রতি মুহূর্তে আক্রান্ত ও মৃত্যু হচ্ছে বহুসংখ্যক মানুষের। বলা যায়, এই ভাইরাসের তা-বে দিশাহারা হয়ে পড়েছে বিশ্ব। এ পর্যন্ত এই ভাইরাসের কোনো টিকা আবিষ্কার করতে পারেনি চিকিৎসা বিজ্ঞান। যুক্তরাজ্য একটি টিকা সম্প্রতি মানুষের ওপর পরীক্ষামূলক প্রয়োগ শুরু করেছে। অক্সফোর্ডের ওই টিকা সর্বপ্রথম শরীরে নিয়েছিলেন ড. এলিসা গ্রানাটো। তিনি বর্তমানে সুস্থ আছেন।  সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। কিন্তু ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের ওই সব খবর গুজব। বিষয়টি নিশ্চিত করেছেন বিবিসির স্বাস্থ্যবিষয়ক সংবাদদাতা ফারগাস ওয়ালশ। তিনি বলেন, ‘ড. এলিসা গ্রানাটো ভালো আছেন, সুস্থ আছেন।’ ড. গ্রানাটোর সঙ্গে আজ (রবিবার) সকালে স্কাইপে তার কয়েক মিনিট কথাও হয়। সে সময় ওই টিকা ভলান্টিয়ার, যিনি পেশায় একজন মাইক্রোবায়োলজিস্ট; জানান, তিনি খুবই ভালো আছেন। আজকের সুন্দর রোদ উপভোগ করছেন তিনি। ড. গ্রানাটো জানান, তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গে অনলাইন গ্রুপচ্যাট করেছেন, এবং তাদের আশ্বস্ত করেছেন যে, কোথাও তার মৃত্যুর খবর দেখলে তারা যেন ঘাবড়ে না যান। শনিবার একটি ওয়েবসাইট থেকে তার মৃত্যুর গুজব ছড়ায়। অক্সফোর্ড ভ্যাকসিন কর্মসূচির প্রধান প্রফেসর অ্যান্ড্রু পোলার্ড মানবদেহে এই টিকা পরীক্ষায় নেতৃত্ব দিচ্ছেন।

তিনি বলেন, এ ধরনের গুজব এই প্যানডেমিক মোকাবিলায় চেষ্টায় সমস্যা তৈরি করবে। এমন গুজব ছড়াতে দেওয়া যায় না। ড. গ্রানাটো ইউরোপে প্রথম ব্যক্তি, যার দেহে প্রথম পরীক্ষামূলকভাবে করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর