রবিবার, ১৩ জুন, ২০২১ ০০:০০ টা
জেনে রাখা ভালো

গরমে হৃদরোগীদের সতর্কতা

গরমে হৃদরোগীদের সতর্কতা

যেসব হৃদরোগীকে কাজের প্রয়োজনে বাইরে যেতে হয় তারা মাঝে মাঝে রক্তচাপ নির্ণয় করে উচ্চরক্তচাপের জন্য ব্যবহৃত মেডিসিন সমন্বয় করে নিবেন। সাধারণত এই গরমকালে রক্তচাপ কমে যাওয়ার প্রবণতা বেশি থাকে। তাই প্রয়োজন মাফিক রক্তচাপের ওষুধের মাত্রা কমাতে হবে। তবে কোনো অবস্থাতেই চিকিৎসকের পরামর্শ ব্যতিরেকে কোনো ওষুধ সম্পূর্ণরূপে বন্ধ করা যাবে না। গরমকালে অনেক হৃদরোগী ঘন ঘন বুকের ব্যথায় আক্রান্ত হতে পারেন এবং বুকের ব্যথা প্রশমনের জন্য বারবার নাইট্রেট স্প্রে ব্যবহার করার প্রয়োজন হয়। এ ক্ষেত্রে শরীরে পানিশূন্যতা থাকলে নাইট্রেট স্প্রে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারে। এ অবস্থায় প্রথমে পানিশূন্যতা রোধে পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহণ করে নিতে হবে। কোনো অবস্থাতেই দাঁড়ানো অবস্থায় নাইট্রেট স্প্রে ব্যবহার করা যাবে না এতে হিতেবিপরীত হতে পারে। রোগী মাথা ঘুরে পড়ে যাওয়ার উপক্রম হতে পারে। যে সব হৃদরোগী ডায়াবেটিসে ভুগছেন, তারা মাঝে মাঝে অবশ্যই রক্তের সুগার পরীক্ষা করে নেবেন, কারণ এই গরমে রক্তের সুগার খুব বেশি ওঠানামা করে, ইনসুলিন এবং অন্যান্য ডায়াবেটিসের ওষুধের মাত্রা রক্তের সুগারের ওপর ভিত্তি করে কমানো-বাড়ানো যাবে, যেসব হৃদরোগী হার্ট ফেইলুরে ভুগছেন তারা গরমের প্রভাবে জ্ঞান হারাতে পারেন, হার্ট স্ট্রোকে আক্রান্ত হতে পারেন, শ্বাসকষ্ট ও বুকের ব্যথা বেড়ে যেতে পারে। তারা গরমে ঘেমে যেতে পারেন, এ ধরনের কাজ করতে যাবেন না। গরমের ফলে সুস্থ স্বাভাবিক মানুষের মতো হৃদরোগীরাও সর্দিকাশি, শ্বাসকষ্ট এবং পেটের পীড়ায় (ডায়রিয়া) আক্রান্ত হতে পারেন, এমতাবস্থায় দেরি না করে এসব অসুস্থতার জন্য রেজিস্ট্রার চিকিৎসকের পরামর্শক্রমে ব্যবস্থা গ্রহণ করা বাঞ্ছনীয় এবং ২-৪ দিনের মধ্যে সুস্থ হয়ে না উঠলে অবশ্যই আপনার চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন, তবে যেসব হৃদরোগী হৃদরোগের জটিলতায় ভুগছেন এবং যাদের অসুস্থতার  মাত্রা অনেক বেশি তাদের এ ধরনের অসুস্থতার চিকিৎসার জন্য সরাসরি আপনার চিকিৎসকের (হৃদরোগ বিশেষজ্ঞ) পরামর্শ গ্রহণ করা বাঞ্ছনীয়। সাধারণ অবস্থায় হৃদরোগীদের খাবার স্যালাইন গ্রহণ না করার পরামর্শ দেওয়া হয়ে থাকে। তবে কেউ যদি ডায়রিয়াজনিত অসুস্থতায় আক্রান্ত হন অথবা অত্যধিক ঘেমে যান সেক্ষেত্রে সীমিত মাত্রায় খাবার স্যালাইন গ্রহণ করা যাবে তা না হলে পানিশূন্যতার ফলে হৃদরোগের তীব্রতা অনেক বেশি বৃদ্ধি পেতে পারে এবং হার্ট স্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়, তাই ডায়রিয়া খুব তীব্র হলে এবং দীর্ঘস্থায়ী হলে হৃদরোগীরা অবশ্যই হাসপাতালে চিকিৎসা গ্রহণ করবেন, এতে করে জটিল পরিস্থিতি এড়িয়ে চলতে পারবেন। এ গরমকালে হৃদরোগীরা যথাসম্ভব উষ্ণ আবহাওয়ায় গরম থেকে রেহাই পাওয়ার জন্য সর্বোত্তম পন্থা অবলম্বন করে জীবনধারণ করবেন। তাই হৃদরোগীদের এ সময় সচেতন হতে হবে।

- ডা. এম শমশের আলী, (কার্ডিওলজিস্ট), চিফ কনসালটেন্ট, শমশের হার্ট কেয়ার, শ্যামলী, ঢাকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর