রবিবার, ৭ নভেম্বর, ২০২১ ০০:০০ টা
জেনে রাখা ভালো

পেরিএপিক্যাল টুথ অ্যাবসেস

পেরিএপিক্যাল টুথ অ্যাবসেস

পেরিএপিক্যাল টুথ অ্যাবসেস দাঁতের একটি বড় সমস্যা মাড়ি থেকে পুঁজ বের হওয়া। যার নাম মেডিকেলের ভাষায় “পেরিএপিক্যাল টুথ অ্যাবসেস”। এটি অনেক কমন একটা প্রবলেম। প্রায়ই রোগীর এই সমস্যাটা দেখা যায়।

কেন এটি হয়ে থাকে?

“পেরিএপিক্যাল টুথ অ্যাবসেস” মানে হলো দাঁতের গোড়ায় পুঁজ জমে থাকা সাধারণত একটি ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে যা দাঁত থেকে পার্শ্ববর্তী টিস্যুতে ছড়িয়ে পড়ে। সাধারণত কোনো দাঁতে ক্যারিজ দীর্ঘদিন ধরে চিকিৎসাহীনভাবে রাখলে ব্যাকটেরিয়া দাঁতের পাল্পের মধ্যে আক্রমণ করে। যেটি অবহেলার কারণে ব্যাকটেরিয়া গ্রো করতে থাকে এবং

পুঁজ গঠন হয়।

চিহ্ন এবং লক্ষণ :

১) তীব্র, অবিরাম দাঁতের ব্যথা যা চোয়ালের হাড়, ঘাড় বা কানে ছড়িয়ে পড়তে পারে ২) ঠান্ডা বা গরম জাতীয় যে কোনো খাবার খেলেই প্রচুর শিরশির করা ৩) কোনো খাবার খাওয়ার সময় চাবানোর চাপে শিরশির অনুভব করা

৪) জ্বরসহ ব্যাথার জায়গায় হঠাৎ মুখ ফুলে ওঠা

৫) চোয়ালের নিচে বা ঘাড়ে লিম্ফ নোড ফুলে যায়

৬) হঠাৎ করে দুর্গন্ধযুক্ত এবং বাজে স্বাদ অনুভুত হওয়া

৭) শ্বাস নিতে বা গিলতে অসুবিধা। আপনার দাঁতের এই সমস্যাটির কোনো লক্ষণ বা উপসর্গ থাকলে অবিলম্বে আপনার ডেন্টিস্টকে দেখান।

-এছাড়া আপনার যদি জ্বর থাকে এবং আপনার মুখ ফুলে যায় এবং আপনার শ্বাস নিতে বা গিলতে সমস্যা হলে আপনি আপনার দাঁতের ডাক্তারের কাছে পৌঁছাতে না পারেন তাহলে জরুরি সেবা পেতে এমাজেন্সি হসপিটালে যান।

এই লক্ষণগুলো ইঙ্গিত দিতে পারে যে সংক্রমণটি আপনার চোয়াল এবং আশেপাশের টিস্যুতে বা এমনকি আপনার শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়েছে। যেটি অবহেলা করার মতো নয়। তাই এসব বিষয়ে আমাদের আরও যত্নবান হতে হবে। কারণ প্রাথমিক অবস্থায় চিকিৎসা নিলে অনেক জটিলতা এড়ানো যায়। মনে রাখবেন প্রতিকার নয়, প্রতিরোধ উত্তম।

- ডা. আদেলী এদিব খান, প্রতিষ্ঠাতা, ডেন্টাল পিক্সেল। 

সর্বশেষ খবর