বর্তমান সময়ে বিশ্বে এক নম্বর প্রাণঘাতী অসুস্থতার নাম মাইওকার্ডিয়াল ইনফার্কশন (এমআই), যাকে সাধারণভাবে হার্ট অ্যাটাক বা হার্ট স্ট্রোক বলা হয়। হার্টের রক্ত সরবরাহকারী রক্তনালিকে করোনারি রক্তনালি (আর্টারি) বলা হয়। হার্টে বড় বড় তিনটি করোনারি রক্তনালি থাকে, এর মধ্যে হার্টের বাম পাশে দুটি LAD cI LCX এবং ডান পাশে একটি যাকে RCA বলা হয়। হার্ট একটি মাংস দ্বারা গঠিত থলি বা ব্যাগ।…