সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

বিদেশি শিক্ষার্থীদের আগ্রহ বেড়েছে

বিদেশি শিক্ষার্থীদের আগ্রহ বেড়েছে

বর্তমানে বাংলাদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে ব্যাপক ডিজিটালাইজেশন হয়েছে। ফলে বিদেশি শিক্ষার্থীরা তথ্য ও প্রযুক্তির মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে উচ্চশিক্ষার কোর্স-কারিকুলাম, সিলেবাস ইত্যাদি দেখে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহে পড়ার জন্য উদ্বুদ্ধ হচ্ছে। অনলাইনের মাধ্যমেও শিক্ষা নিচ্ছে তারা। দেশে মহামারি করোনাভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাব থাকা সত্ত্বেও ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ৮৩ জন বৃদ্ধি পেয়েছে। জানা গেছে, ২০১৯ সালে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ছিল ১ হাজার ৪৬৭ জন। ২০২০ সালে এসে এ সংখ্যা দাঁড়ায় ১ হাজার ৫৫০ জনে। উচ্চশিক্ষা লাভের জন্য বিভিন্ন দেশ থেকে তরুণ-তরুণীরা বাংলাদেশে আসছেন। বর্তমানে ২৬টি দেশের শিক্ষার্থী বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রয়েছেন। এসব বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে-মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, ভুটান, মালদ্বীপ, চীন, জাপান, ইয়েমেন, ফিলিস্তিন, গাম্বিয়া, মরক্কো, সাউথ কোরিয়া, মৌরিতানিয়া, তানজেনিয়া, অস্ট্রিয়া, রুয়ান্ডা, জিবুতি, সোমালিয়া, ইথিওপিয়া, নাইজেরিয়া, আফগানিস্তান, সাউথ সুদান ও বাহরাইন। দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩২টিতে বিদেশি শিক্ষার্থী অধ্যয়নরত। বার্ষিক প্রতিবেদনে ইউজিসি বলছে, প্রতিবছরই বিদেশি শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। উন্নত বিভিন্ন দেশ বিশেষ করে আমেরিকা, কানাডা, চীন, জাপান থেকেও শিক্ষার্থীরা পড়তে এসেছে। এতে বহির্বিশ্বে একদিকে যেমন বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে অন্যদিকে বৈদেশিক মুদ্রা অর্জনের হারও বৃদ্ধি পাচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে শিক্ষার গুণগতমান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে কাজ করে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর