সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

অভিজ্ঞ, দক্ষ, যোগ্যতাসম্পন্ন শিক্ষকমন্ডলী রয়েছেন

অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহা : উপাচার্য (ইনচার্জ), ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

অভিজ্ঞ, দক্ষ, যোগ্যতাসম্পন্ন শিক্ষকমন্ডলী রয়েছেন

একাডেমিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীরা গবেষণামূলক কার্যক্রম, খেলাধুলা, ডিবেটসহ অন্যান্য সুযোগ-সুবিধা পেয়ে থাকেন...

 

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস ঢাকাস্থ বাড্ডার সাঁতারকুলে অবস্থিত। শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষার্থীকে যুগোপযোগী মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় সংখ্যক ল্যাব, লাইব্রেরি, সেমিনার রুম, ক্লাবসহ সার্বক্ষণিক ফ্রি ইন্টারনেট ও WiFi  সেবা নিশ্চিত করা হয়েছে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলার মাঠ, জিমনেশিয়াম ও ডাক্তারের সুব্যবস্থা রয়েছে। আধুনিক ক্যাফেটেরিয়া রয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের সুবিধার্থে ক্যাম্পাসে যাতায়াতের জন্য ফ্রি সাটল সার্ভিসের ব্যবস্থাও রয়েছে। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে প্রথম পর্যায়ের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়। অত্র বিশ্ববিদ্যালয় শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের গাইডলাইন অনুসরণ করে একাডেমিক এবং নন-একাডেমিক বিষয়ে সব সময় কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীকে যুগোপযোগী মানব মূলধন ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পাঠদানের পাশাপাশি নিয়মিত সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ ও গবেষণা বিষয়ক বিভিন্ন কর্মশালার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে গবেষণায় উদ্বুদ্ধ ও সম্পৃক্তকরণে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল, টোবাকো কন্ট্রোল অ্যান্ড রিচার্স সেল, গবেষণা ও প্রকাশনা সেল, সোশ্যাল বিজনেস একাডেমিক সেল, সেন্টার ফর এক্সিলেন্স অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেল, হিউম্যান রাইটস অ্যান্ড অ্যাডভোকেসি সেল রয়েছে। এসব গবেষণা সেলের উদ্যোগে দেশে-বিদেশে বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। ইউনিভার্সিটির জার্নালসহ দেশি-বিদেশি বিভিন্ন জার্নালে শিক্ষক-শিক্ষার্থীরা নিয়মিত প্রবন্ধ প্রকাশ করে আসছেন। এ বিশ্ববিদ্যালয়ে রয়েছে প্রয়োজনীয় সংখ্যক অভিজ্ঞ, দক্ষ ও যোগ্যতাসম্পন্ন শিক্ষকমন্ডলী। আধুনিক কারিকুলাম অনুসারে একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীরা গবেষণামূলক কার্যক্রম, খেলাধুলা, ডিবেটসহ অন্যান্য সুযোগ-সুবিধা পেয়ে থাকেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর