সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা
সোনারগাঁও ইউনিভার্সিটি

সুনাম রয়েছে বিশ্ববিদ্যালয়টির

সুনাম রয়েছে বিশ্ববিদ্যালয়টির

২০১২ সালের নভেম্বরে যাত্রা শুরু করে সোনারগাঁও ইউনিভার্সিটি। ইউনিভার্সিটিট ইউজিসি এবং বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। সোনারগাঁও ইউনিভার্সিটির দুটি শাখা রয়েছে। প্রতিষ্ঠার পরপরই বেশ সুনাম অর্জন করেছে বেসরকারি এই ইউনিভার্সিটি। বর্তমানে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর দায়িত্ব পালন করছেন প্রফেসর ড. মো. আবুল বাশার। এই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে শিক্ষকতা করছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও দেশের অন্যান্য প্রথম সারির শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস এবং অবসর করা দক্ষ শিক্ষকরা।

এখানে তিনটি অনুষদের অধীনে মোট ২০টি বিষয় নিয়ে শিক্ষার্থীদের পড়াশোনা করার সুযোগ রয়েছে। কম খরচে মানসম্মত শিক্ষা নিশ্চিত করছে সোনারগাঁও ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টির একমাত্র লক্ষ্য প্রতিযোগিতামূলক শিক্ষাক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের জন্য সুশিক্ষা নিশ্চিত করা। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ৬ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন। শুধু শ্রেণিভিত্তিক পড়াশোনাই নয়, এর পাশাপাশি অন্যান্য এক্সট্রা কারিকুলামেও বেশ সরব এই ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। ছাত্র-ছাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য ইউনিভার্সিটির নিজস্ব পরিবহনের ব্যবস্থা রয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর