সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

লক্ষ্য দক্ষিণ এশিয়ায় অন্যতম সেরা হওয়ার

২০০৩ সালের অক্টোবর মাসে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) পথ চলা শুরু। ইউআইইউ ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত ধারাবাহিকভাবে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম শীর্ষস্থান ধরে রেখেছে। ইউআইইউর বিজনেস স্কুল বিশ্বখ্যাত মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ‘এসিবিএসপি’ কর্তৃক স্বীকৃত বা অ্যাক্রেডিটেড। ঢাকা সিটির বাড্ডায় সবুজে ঘেরা সুবিশাল দৃষ্টিনন্দন ক্যাম্পাস রয়েছে। ঢাকার গুরুত্বপূর্ণ স্থানগুলো থেকে ক্যাম্পাসে আসার জন্য শিক্ষার্থীদের ট্রান্সপোর্টের সুবিধা আছে। এ বিশ্ববিদ্যালয়ে প্রতি ট্রাইমেস্টারে মেধাভিত্তিক ১৫ শতাংশ শিক্ষার্থীকে ২৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপ প্রদান করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর