সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক

দক্ষ মানবসম্পদ গড়ার প্রত্যয়

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক সিমাগো ইনস্টিটিউশন র‌্যাঙ্কিংয়ে ২০২১-এ বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে এবং দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৯তম স্থানে রয়েছে। ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান মাহমুদ বলেন, ‘উচ্চ শিক্ষা বিস্তারের ক্ষেত্রে গত দুই দশক ধরে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে রাখছে এক অনবদ্য ভূমিকা।’ ইউএপি করোনাকালে শিক্ষার্থীদের ২০ শতাংশ টিউশন ফির পাশাপাশি ১০ থেকে ১২ শতাংশ পর্যন্ত বিনা মূল্যে পড়ার সুযোগ দিয়েছে। পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকার গ্রিনরোডে বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ক্যাম্পাস আছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর