বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

‘ক্যাশলেস’ লেনদেনই হবে উন্নতির অক্সিজেন

-তানভীর এ মিশুক

নিজস্ব প্রতিবেদক

ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, উন্নতির জন্য স্বচ্ছতা কতটা জরুরি সেটি তো নতুন করে বলে দেওয়ার দরকার পড়ে না। অন্যদিকে আবার স্বচ্ছতা নিশ্চিত করতে ডিজিটালাইজেশনের বিকল্প নেই; এটিও নতুন কথা নয়। কিন্তু আর্থিক ব্যবস্থাপনায় ডিজিটালাইজেশন নিশ্চিত করতে না পারলে কি আসলেই স্বচ্ছতা আসবে নাকি প্রকৃত উন্নতি ঘটবে? এমন প্রশ্ন সামনে রেখে নগদের এই ব্যবস্থাপনা পরিচালক বলেন, আমার বিবেচনায় টাকার ডিজিটালাইজেশন বা ই-মানি হলো উন্নতির অক্সিজেন। আমরা যখন শ্বাস-প্রশ্বাস নিই, অক্সিজেন দেখা যায় না। অনুভব কিন্তু করা যায়! অক্সিজেনের ঘাটতি হলে কী হয়, সেটি তো আমরা ভালো করেই বুঝতে পারি। দেশটিকে যদি মানবদেহের সঙ্গে তুলনা করি, তাহলে স্বচ্ছতা নিশ্চিত করা হলো অক্সিজেনেরই নামান্তর, যেটি ক্যাশলেস সমাজ গড়ার মাধ্যমেই প্রতিষ্ঠা করা সম্ভব। দেশের সব টাকাকে যদি ই-কারেন্সিতে রূপান্তর করা সম্ভব হয়, তাহলে টাকার চলার গতি হবে বিদ্যুতের মতো। প্রয়োজনে গতিপথ নির্ণয় করাও যাবে সহজে। ছাপা টাকার ব্যবহার যদি বন্ধ হয়, তাহলে একদিকে টাকা ছাপার হাজার হাজার কোটি টাকার সাশ্রয় হবে।

সর্বশেষ খবর