বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

তিন মাসে সোনালী ব্যাংকের মুনাফা ৫৬৮ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

তিন মাসে সোনালী ব্যাংকের মুনাফা ৫৬৮ কোটি টাকা

রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক চলতি বছরের প্রথম প্রান্তিকে মার্চ পর্যন্ত ৫৬৮ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে। যা গত বছরের একই সময়ের চেয়ে ১৩৫ কোটি টাকা বেশি। গত বছর মার্চ পর্যন্ত মুনাফা হয়েছিল ৪৩৩ কোটি টাকা। এ ছাড়া সোনালী ব্যাংকের বিনিয়োগ, ঋণ, আমানতের পরিমাণও বেড়েছে এ সময়। ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত ঋণ বিতরণ ছিল ৬৯ হাজার ১১ কোটি টাকা যা গত তিন মাসে হয়েছে ৭১ হাজার ৫৪৮ কোটি টাকা। গত বছরের মার্চ পর্যন্ত ছিল ৬০ হাজার ২৭০ কোটি টাকা। বর্তমানে আমানতের পরিমাণ ১ লাখ ৩১ হাজার ৫৯০ কোটি টাকা। যা গত বছরের তুলনায় বেড়েছে ৪ হাজার ৭৭৭ কোটি টাকা। এডি (ঋণ ও আমানত হার) রেশিও এখনো সোনালী ব্যাংকের ৫৪ দশমিক ৩৭ শতাংশ। গতকাল এক সংবাদ সম্মেলনে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আতাউর রহমান প্রধান এসব তথ্য জানান। রাজধানীর মতিঝিলে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় আতাউর রহমান প্রধান বলেন, নানা সংকটের মধ্যে ঘুরে দাঁড়িয়েছে সোনালী ব্যাংক। হলমার্ক ঘটনায় একটি বড় ধাক্কা ছিল। তবে বিষয়টি এখন নিষ্পত্তির দিকে। দ্রুত আমরা আমাদের টাকাও উদ্ধার করতে পারব। আমরা আশা করি ৩ হাজার কোটি টাকা আদায় করতে পারব। সোনালী ব্যাংক দেশের আর্থিক কাঠামোয় সবচেয়ে বেশি ভূমিকা রেখে চলেছে। সারা দেশে এটিএম বুথ স্থাপন করা হচ্ছে। ব্যাংকিং সেবায় আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে কাজ করছি আমরা।

সর্বশেষ খবর