বৃহস্পতিবার, ১২ মে, ২০২২ ০০:০০ টা

সর্বোচ্চ মুনাফার রেকর্ড সোনালী ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক

২০২১ সালের নিট মুনাফায় ১৫% প্রবৃদ্ধিসহ ব্যাংকিং সেক্টরের সর্বোচ্চ পরিচালন মুনাফার রেকর্ড আবারও সোনালী ব্যাংকের। নিরীক্ষিত হিসাব মোতাবেক ২০২১ সালে ব্যাংকের মোট পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ২১৩২ কোটি টাকা। তাছাড়া বিগত বছরের নিট মুনাফা ৩৩২ কোটি টাকা থেকে ১৫% বৃদ্ধি পেয়ে ২০২১ সালে তা দাঁড়িয়েছে ৩৮১ কোটি টাকায়। কভিড মহামারি সত্ত্বেও ২০২০ সালে ব্যাংকটির আমানত ১ লাখ ২৬ হাজার কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০২১ সালে দাঁড়িয়েছে ১ লাখ ৩৫ হাজার কোটি টাকা। ১ বছরে ঋণ বৃদ্ধি পেয়েছে ১১,৬৩৩ কোটি টাকা এবং মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭০,৪২৮ কোটি টাকা। ২০২০ সালের তুলনায় ২০২১ সালে ব্যাংকের মোট সম্পদের পরিমাণ ১২,২০৭ কোটি টাকা বৃদ্ধি পেয়ে ১ লাখ ৭১ হাজার ৪৪৭ কোটি টাকায় পৌঁছেছে। ২০০৭ সালে লিমিটেড কোম্পানি হওয়ার পর শ্রেণিকৃত ঋণের হার ৪৪.৫৯% থাকলেও বর্তমানে তা ১৭.৩২% এ নেমে এসেছে। বর্তমানে সোনালী ব্যাংকের সঙ্গে বিশ্বের ৭৪টি ব্যাংক/এক্সচেঞ্জ হাউসের টিডিএ (টাকা ড্রইং অ্যারেঞ্জমেন্ট) আছে। এ ছাড়া করেসপনডেন্ট সম্পর্কের মাধ্যমে বিশ্বের ৯৬টি দেশের ৬৯১টি ব্যাংক দ্বারা বৈদেশিক মুদ্রা দেশে প্রেরণের ব্যবস্থা আছে। বিস্তৃত সম্পর্কের ফলে ব্যাংকের বৈদেশিক মুদ্রা আহরণ বৃদ্ধি পাচ্ছে। ২০২১ সালে ব্যাংকের আমদানি ও রপ্তানি ব্যবসায় অর্থায়নের পরিমাণ যথাক্রমে ৩১,৪৫৪ কোটি টাকা এবং ৩,২১১ কোটি টাকা এবং ব্যাংকের মাধ্যমে মোট বৈদেশিক রেমিট্যান্স আনয়নের পরিমাণ দাঁড়িয়েছে ১২,৫২৬ কোটি টাকা। ২০২১ সালে আইটি সেক্টরেও প্রভূত উন্নতিসাধন করেছে ব্যাংকটি। বর্তমানে প্রযুক্তিকে কাজে লাগিয়ে এ ব্যাংকে যুক্ত হচ্ছে নিত্যনতুন ডিজিটাল ব্যাংকিং সেবা। ব্যাংকের সব শাখায় অনলাইন কোর ব্যাংকিং, সোনালী ই-সেবা, সোনালী ই-ওয়ালেট, মোবাইল অ্যাপস, সোনালী পেমেন্ট গেটওয়ে ইত্যাদি বাস্তবায়নের ফলে গ্রাহকরা ঘরে বসেই ব্যাংক হিসাব খোলা, স্কুল-কলেজের বেতন-ফি পরিশোধ, ঋণের কিস্তি পরিশোধ, আয়কর, ভ্যাট, ই-পাসপোর্ট ফি, ট্রাভেল ট্যাক্স, ফান্ড-ট্রান্সফার, মোবাইল রিচার্জ, ক্রেডিট কার্ডের বিল, ইউটিলিটি বিল পরিশোধসহ যে কোনো ধরনের ব্যাংকিং সেবা পাচ্ছেন। ইতোমধ্যে ঘুরে দাঁড়িয়েছে সোনালী ব্যাংক। দেশের আর্থিক কাঠামোতে ভূমিকা রেখে চলেছে ব্যাংকটি।

সর্বশেষ খবর