বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২ ০০:০০ টা

রাজশাহী বিসিকে কর্মসংস্থানের হাতছানি

কাজী শাহেদ, রাজশাহী

রাজশাহীতে শিল্পের প্রসার হয়নি দীর্ঘ সময়। ফলে কর্মসংস্থানও মুখ থুবড়ে পড়েছে। তবে নতুন কর্মসংস্থানের হাতছানি নিয়ে গড়ে উঠছে বিসিক শিল্পনগরী-২। প্রকৃত উদ্যোক্তাদের প্লট দেওয়ার পাশাপাশি কাঁচামাল পাওয়ার সুবিধা আছে- এমন শিল্প গড়ে তুলতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। ইতোমধ্যে বিসিক-২ প্রকল্পের কাজ শেষ হয়েছে। আগ্রহীদের কাছ থেকে নেওয়া হচ্ছে প্লট বরাদ্দের আবেদন।  রাজশাহীর সপুরায় বিসিক শিল্পনগরী গড়ে ওঠে ১৯৭২ সালে। কিন্তু শিল্পের প্রসার হয়নি ৫০ বছরেও। তবে শিল্পনগরী-২ এ এই সুযোগ থাকছে না। যারা শিল্প গড়বেন, তাদেরই দেওয়া হবে প্লট। সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, আগের বিসিকটি ঠিকমতো শিল্প গড়তে সহায়ক হয়নি। এ কারণে এবার নতুন বিসিকে প্লট বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে উদ্যোক্তা চিহ্নিত করে প্লট বরাদ্দ দেওয়ার জন্য তিনি বলেছেন। বিসিকের চেয়ারম্যান তার সঙ্গে দেখা করে এমন নিশ্চয়তাও দিয়েছেন বলে জানিয়েছেন মেয়র।

বিসিকের চেয়ারম্যান মুহ. মাহবুবর রহমান জানান, তাদের লক্ষ্য হচ্ছে ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রসার ঘটানো, সেই সঙ্গে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। ইতোমধ্যে বিসিক-২ প্রকল্পের কাজ শেষ হয়েছে। এখানে যেন প্রকৃত উদ্যোক্তারা প্লট পান সেটি নিশ্চিত করা হবে। নতুন বিসিকে শিল্প ও কর্মসংস্থান দুই-ই হবে বলে তিনি আশাবাদী। রাজশাহীর পবা উপজেলায় গড়ে ওঠা বিসিক শিল্পনগরী-২ নিয়ে শিল্পায়ন ও কর্মসংস্থানের হাতছানি দেখছেন উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতারাও। কাঁচামাল হিসেবে সহজে পাওয়া যায়, এমন বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে নতুন এই শিল্পাঞ্চলে। রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান রিংকু বলেন, প্লট বরাদ্দ দিতে হবে তাদের, যারা শিল্প গড়ে তুলবেন। এ ছাড়া বিদ্যুৎ, গ্যাসের সুবিধাও নিশ্চিত করতে হবে।

সর্বশেষ খবর