বৃহস্পতিবার, ২ জুন, ২০২২ ০০:০০ টা

দিনাজপুরে আশার আলো শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার

রিয়াজুল ইসলাম, দিনাজপুর

দিনাজপুরে আশার আলো শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার

দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়সহ এ অঞ্চলের মানুষের মধ্যে আশার আলো জাগিয়েছে দিনাজপুরে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার হওয়ার খবরে। এটি বাস্তবায়ন হলে এ অঞ্চলের হাজার হাজার তরুণ আর চাকরির পেছনে নয়, নিজেরাই উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবেন। শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার হবে হাজার হাজার তরুণের কর্মসংস্থানের ঠিকানা। এই পার্ক বাংলাদেশকে শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞাননির্ভর, উন্নত অর্থনীতির স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। কয়েকজন ফিল্যান্সার জানান, এটি বাস্তবায়নের মাধ্যমে একদিকে যেমন বেকারত্ব দূর হবে, একই সঙ্গে ফ্রিল্যান্সিং করে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে নিজেরা স্বাবলম্বী হবে। বেকারত্ব দূরীকরণের পাশাপাশি এতে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটির প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় ৮৫ কোটি টাকা। প্রায় ৩ একর জায়গার ওপর প্রকল্পটির বাস্তবায়ন হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রতি বছর প্রায় ২ হাজার দক্ষ জনশক্তি হিসেবে বের হবেন। প্রতিবছর এই খাতে আয় হবে বিলিয়ন বিলিয়ন ডলার এমনটাই মনে করছেন এ অঞ্চলের রাজনীতিকসহ ফিল্যান্সাররা। হুইপ ইকবালুর রহিম বলেন, এই পার্ক হলে ভবিষ্যৎ প্রজন্মের জীবনমান উন্নত হবে, যুবসমাজ বেকারত্ব থেকে মুক্তি পাবেন। একদিকে যেমন বেকারত্ব দূর হবে, অন্যদিকে তেমনি ফ্রিল্যান্সিং করে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে নিজেরা স্বাবলম্বী হবেন।

সর্বশেষ খবর