বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২ ০০:০০ টা

বিনিয়োগ-কর্মসংস্থানে অপার সম্ভাবনা দেখছে মাগুরা

রাশেদ খান, মাগুরা

বিনিয়োগ-কর্মসংস্থানে অপার সম্ভাবনা দেখছে মাগুরা

স্বপ্নের পদ্মা সেতু মাগুরার কৃষি ও শিল্প খাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। এ জেলায় উৎপাদিত সবজিসহ কাঁচামাল সহজে রাজধানীসহ সারা দেশে পৌঁছে দিতে পদ্মা সেতু আশীর্বাদ হিসেবে দেখা দিয়েছে কৃষকদের কাছে। পাশাপাশি নির্মাণাধীন অর্থনৈতিক অঞ্চলে বিদেশি বিনিয়োগসহ কর্মসংস্থান সৃষ্টিতে অপার সম্ভাবনা দেখা দিয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, মাগুরা জেলায় প্রায় ১০ হাজার হেক্টর জমিতে সবজি, ১২ হাজার হেক্টরে পিঁয়াজ ও উল্লেখযোগ্য সংখ্যক জমিতে কাঁচামরিচের চাষ হয়ে থাকে। প্রতিদিন মাগুরা পাইকারি একতা কাঁচাবাজার থেকে আট থেকে ১০ ট্রাক সবজি, মরিচ, পিঁয়াজ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে চালান হয়ে থাকে। এ ছাড়া সারা দেশের মধ্যে মাগুরা অন্যতম লিচু উৎপাদনকারী জেলা। মাগুরা পৌর এলাকার কিছু অংশসহ বিশেষ করে জেলার সদর উপজেলার চার ইউনিয়নে সাড়ে ৬০০ হেক্টর জমিতে স্থানীয় হাজরাপুরী লিচুর পাশাপাশি বোম্বাই, মোজাফফর, চায়না থ্রিসহ নানা জাতের লিচু চাষ হয়ে থাকে। তবে পদ্মা সেতু চালু হলে সরাসরি বাজারজাত করার মাধ্যমে আগামী বছর থেকে লিচুচাষিরা প্রায় দ্বিগুণ অর্থ উপাজন করতে পাববেন। সদরের হাজরাপুর এলাকার লিচুচাষি কাজী সাইফুল ইসলাম বলেন, ‘ছয় বিঘা জমিতে স্থানীয় হাজরাপুরী জাতের লিচুর চাষ করেছি। এ বছর লিচুর ভালো ফলন হলেও ব্যাপারিদের কাছে অনেক কম দামে লিচু বিক্রি করতে হয়েছে। কারণ লিচু পচনশীল কৃষিপণ্য হওয়ায় যোগাযোগ ব্যবস্থার কারণে তা ঢাকার বাজারে নিয়ে বিক্রি করতে পারিনি।’ পদ্মা সেতু চালু হলে আগামী বছর তিনি সরাসরি ঢাকায় লিচু বিক্রি করে দ্বিগুণের বেশি অর্থ উপার্জন করবেন বলে আশা করছেন তিনি। মাগুরা একতা পাইকারি কাঁচাবাজার সমিতির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বলেন, পদ্মা সেতু আমাদের মতো কাঁচামাল ব্যবসায়ীদের জন্য আশীর্বাদ। পদ্মা সেতু চালুর ফলে কোনো ব্যবসায়ীকে আর সর্বস্বান্ত হতে হবে না। মাগুরার উৎপাদিত সব ধরনের কাঁচামাল বা সবজি রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় পাঠানো যাবে। এতে করে পণ্য পরিবহনের খরচ কমে যাওয়ায় কৃষক তাদের পণ্যের দাম তুলনামূলক বেশি পাবেন। পাশাপাশি ঢাকাসহ অন্যান্য বাজারে সহজলভ্যতা ও অধিক সরবরাহের কারণে এসব কাঁচা পণ্যের দাম কমবে। মাগুরা চেম্বার অব কমার্সের পরিচালক তানভির রহমান রেমন জানান, পদ্মা সেতু তৈরিতে যে জেলাগুলো সুবিধা ভোগ করবে তার মধ্যে অন্যতম মাগুরা। পদ্মা সেতুকে মাথায় রেখে ইতোমধ্যে মাগুরাতেও ব্যাপক কার্যক্রম চলছে। অল্প সময়ে পদ্মা সেতু পার হয়ে ঢাকায় পৌঁছানোর জন্য অভ্যন্তরীণ বাইপাস রোড তৈরির কাজ প্রায় সমাপ্তের পথে। চলছে রেললাইনের কাজও। পদ্মা সেতুকে কেন্দ্র করে মাগুরাকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে দাঁড় করানোর কাজ চলছে।

সর্বশেষ খবর