বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২ ০০:০০ টা

কুয়াকাটায় রমরমা পর্যটন ব্যবসা

পদ্মা সেতুর প্রভাব

সঞ্জয় কুমার দাস লিটু, পটুয়াখালী

কুয়াকাটায় রমরমা পর্যটন ব্যবসা

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর ঢাকাসহ সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাগরকন্যাখ্যাত কুয়াকাটায় ছুটে আসছেন পর্যটকরা। একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় আর সূর্যাস্তের দৃশ্য অবলোকনে নতুন করে উৎসাহ পাচ্ছেন ভ্রমণপিপাসুরা। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকেই কুয়াকাটায় পর্যটকদের ভিড় বেড়েছে। বিশেষ করে ঈদুল আজহার ছুটিতে সপ্তাহব্যাপী কুয়াকাটার হোটেল-মোটেলগুলোয় কোনো সিট খালি ছিল না। এবার রেকর্ড সংখ্যক পর্যটক এসেছে কুয়াকাটায়। দিন-রাত মুখরিত কুয়াকাটার দর্শনীয় স্থানসহ সমুদ্রসৈকত এলাকা। তাই ভ্রমণ পিপাসুদের ভিড়ে পর্যটন-সংশ্লিষ্ট বিনিয়োগকারীসহ সব ধরনের ব্যবসায়ীরা মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছেন। করোনার ধাক্কার পর মুখ থুবড়ে পড়া কুয়াকাটার ব্যবসায়ীরা পদ্মা সেতু চালুর পর নতুন করে স্বপ্ন দেখছেন ব্যবসা-বাণিজ্যে। আর সে জন্যই পর্যটকদের মানসম্মত সেবা দিতে নতুন করে হোটেল-মোটেল নির্মাণ কাজ শুরু করেছেন সাগরকন্যা খ্যাত কুয়াকাটায়। জানা গেছে, পদ্মা সেতু চালু হওয়ার পরই সড়কপথে ভোগান্তি ছাড়াই পর্যটকরা স্বাচ্ছন্দ্যে আসতে থাকে কুয়াকাটায়। বিশেষ করে ঈদুল আজহার সরকারি ছুটির শুরু থেকেই পর্যটকের ঢল নামে কুয়াকাটায়। আগত পর্যটকরা জানান, কুয়াকাটা একটি প্রকৃতিঘেরা দর্শনীয় স্থান। এখানে ঘুরতে আসলে যে কারও মন জুড়িয়ে যাবে। ১৮ কিলোমিটার বেলাভূমি, লাল কাঁকড়া, ঝাউবন আর প্রাকৃতিক সৌন্দর্য, সাগরের বড় বড় ঢেউ সবাইকে আকৃষ্ট করবে। স্বপ্নের পদ্মা সেতু হয়ে কুয়াকাটা ভ্রমণ এখন অতি সহজ এবং আনন্দদায়ক। আগে ঢাকা থেকে কুয়াকাটায় আসতে সময় লাগত ১০-১২ ঘণ্টা। আর লঞ্চে আসতে সময় লাগত ১৪-১৫ ঘণ্টা। পদ্মা সেতু চালু হওয়ার পর সময় লাগছে সাড়ে পাঁচ থেকে ছয় ঘন্টা। যে কারণে পর্যটকরা এই সৈকতে ভ্রমণের জন্য এসেছেন। হোটেল-মোটেল মালিক সূত্রে জানা যায়, পদ্মা সেতু খুলে দেওয়ার পর পর্যটকদের ভিড় বেড়েছে রেকর্ড সংখ্যক। লাভবান হতে শুরু করেছেন হোটেল-মোটেল-রেস্টুরেন্টসহ সব ব্যবসার মালিকরা।

সর্বশেষ খবর