বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

আগামী ডিসেম্বরে উদ্বোধন বঙ্গবন্ধু টানেলের

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

আগামী ডিসেম্বরে উদ্বোধন বঙ্গবন্ধু টানেলের

আগামী ডিসেম্বরেই উদ্বোধন হচ্ছে দক্ষিণ এশিয়ার নদীর তলদেশে প্রথম সুড়ঙ্গ পথ বঙ্গবন্ধু টানেল। কর্ণফুলী নদীর তলদেশের এ টানেল ঘিরে আরেক অর্থনৈতিক বিপ্লবের স্বপ্ন বুনছে বাংলাদেশ। চীনের সাংহাই শহরের আদলে করা টানেলটি দেশের শিল্প-বাণিজ্য, পর্যটনসহ নানান ক্ষেত্রে অসামান্য অবদান রাখবে- এমন দাবি সংশ্লিষ্টদের। চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধু টানেল দেশের অর্থনীতির জন্য হবে গেম চেঞ্জার। টানেলের মাধ্যমে দেশের অর্থনীতির আরেকটা বিপ্লব ঘটবে।’ বঙ্গবন্ধু টানেলের প্রকল্প পরিচালক হারুনুর রশিদ চৌধুরী বলেন, ‘দেশের প্রথম টানেলের কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী ডিসেম্বরের আগেই এর কাজ শেষ করার চেষ্টা চলছে। আশা করছি প্রত্যাশিত সময়ের মধ্যে এ টানেল যান চলাচলের উপযোগী হবে।’ টানেল যান চলাচলের জন্য উন্মুক্ত হলে চীনের সাংহাই শহরের আদলে ওয়ান সিটি টু টাউন পরিকল্পনা বাস্তবায়ন আরও অনেক দূর এগিয়ে যাবে। এ টানেলের মাধ্যমে পর্যটন নগরীর সঙ্গে ঢাকা-চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার আমূল বৈপ্লবিক পরিবর্তন আসবে। টানেল ঘিরে পর্যটন, শিল্পায়নসহ অর্থনীতিতে যোগ হবে নতুন মাত্রা। টানেলের অন্য প্রান্ত আনোয়ারায় গড়ে উঠবে শিল্পকারখানা। টানেলের কারণে কর্ণফুলী নদী পাড়ি দিতে সময় লাগবে মাত্র ৫ থেকে ৬ মিনিট। সময় বেঁচে যাওয়ায় অর্থনীতি গতি পাবে।

সর্বশেষ খবর