বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২ ০০:০০ টা
সিএমএসএমই খাত

২৫ হাজার কোটি টাকার তহবিল

নিজস্ব প্রতিবেদক

২৫ হাজার কোটি টাকার তহবিল

মেয়াদি ঋণের পাশাপাশি এখন থেকে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (সিএমএসএমই) খাতের উদ্যোক্তারা ২৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ক্রেডিট গ্যারান্টি সুবিধা পাবেন। চলমান অর্থনৈতিক পরিস্থিতি ও ক্ষুদ্রঋণের প্রয়োজনীয়তা বিবেচনা করে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে। এর আগে বাংলাদেশ ব্যাংক পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় শুধু মেয়াদি ঋণের ক্রেডিট গ্যারান্টি সুবিধা দিয়েছিল। গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক সিএমএসএমই খাতের জন্যও একই সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে।

দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো সার্কুলারে   বলা হয়েছে, পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় মোট ঋণের ন্যূনতম ৬৫ শতাংশ উৎপাদন ও সেবা খাতে এবং সর্বোচ্চ ৩৫ শতাংশ ব্যবসা খাতে প্রদান করা যাবে। সিএমএসএমই উদ্যোগের শুধু উৎপাদনশীল ও সেবা খাতে ক্রেডিট গ্যারান্টি সুবিধা প্রাপ্তির জন্য গ্রাহক পর্যায়ে প্রযোজ্য ঋণসীমা সংক্রান্ত নির্দেশনা প্রদান করা হলো। সার্কুলারে বলা হয়, কুটির ও মাইক্রো উদ্যোগের উৎপাদনশীল ও সেবা শিল্প খাতে গ্রাহক পর্যায়ে সর্বনিম্ন ২৫ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১ কোটি টাকা। ক্ষুদ্র উদ্যোগের উৎপাদনশীল শিল্প খাতে গ্রাহক পর্যায়ে সর্বনিম্ন ১ লাখ টাকা হতে সর্বোচ্চ ৩ কোটি টাকা এবং সেবা শিল্প খাতে সর্বনিম্ন ২৫ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১ কোটি টাকা। মাঝারি উদ্যোগের উৎপাদনশীল শিল্প খাতে গ্রাহক পর্যায়ে সর্বনিম্ন ১ লাখ টাকা থেকে সর্বোচ্চ ৫ কোটি টাকা এবং সেবা শিল্প খাতে সর্বনিম্ন ১ লাখ টাকা থেকে সর্বোচ্চ ২ কোটি টাকা। মাইক্রো উদ্যোগের ব্যবসা খাতে গ্রাহক পর্যায়ে সর্বনিম্ন ২৫ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২৫ লাখ টাকা এবং ক্ষুদ্র উদ্যোগের ব্যবসা খাতে সর্বনিম্ন ২৫ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১ কোটি টাকা বিতরণ করা যাবে।

সর্বশেষ খবর