রবিবার, ২৭ অক্টোবর, ২০১৩ ০০:০০ টা

ইন্টারনেটে সবচেয়ে বেশি ক্ষতিকর উপাদান ছড়ায় ইন্দোনেশিয়া

ইন্টারনেটে সবচেয়ে বেশি ক্ষতিকর উপাদান ছড়ায় ইন্দোনেশিয়া

বিশ্বজুড়ে ইন্টারনেটে সবচেয়ে বেশি ক্ষতিকর উপাদান ছড়ায় ইন্দোনেশিয়া। এরপরের অবস্থানে রয়েছে চীন। নিয়মিত গবেষণা শেষে এই তথ্য দিয়েছে মার্কিন ইন্টারনেট নেটওয়ার্কিং প্রতিষ্ঠান আকামাই। প্রতি বছরের বিভিন্ন প্রান্তিকের ইন্টারনেটের গতি, কনটেন্টসহ অন্যান্য দিকের ওপর আলোকপাত করে ক্ষতিকর উপাদান ছড়ানোর এই প্রতিবেদন প্রকাশ করে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির পর্যবেক্ষণ অনুযায়ী, অনলাইনে ক্ষতিকর ম্যালওয়্যার ও ভাইরাসের ৩৮ শতাংশই আসে ইন্দোনেশিয়া থেকে। আর এই হার প্রথম প্রান্তিকের তুলনায় ২১ শতাংশ বেড়েছে। প্রায় সমান হারে অনলাইনে ক্ষতিকর উপাদান ছড়ানো দেশ চীনের ক্ষেত্রে এই হার ৩৩ শতাংশ।

 

 

সর্বশেষ খবর