মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

লাইক নয় এবার আনলাইক

লাইক নয় এবার আনলাইক

ফেসবুক, স্কাইপের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম শুধু দূরের মানুষকে কাছে টানছে না, বরং শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখে। তাও আবার বয়স্কদের ক্ষেত্রে। সম্প্রতি প্রকাশিত এক গবেষণা এমনটাই জানিয়েছে। ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস জানায়, বয়স্ক মানুষেরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে অনেক কিছু শিখতে পারে। বুদ্ধিবৃত্তিক ক্ষমতার উন্নয়ন, কর্মদক্ষতা বাড়ানো- সর্বোপরি মানসিক স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব পড়ে। বিশেষ করে কেউ যদি লাইক পায় তাহলে তার মন প্রফুল্ল থাকে। কিন্তু নতুন খবর হল লাইক নয় আনলাইক করা যাবে। জানা গেছে, ফেসবুকে 'আনলাইক' বাটনের আদলে কিছু একটা যোগ করার চিন্তা চলছে। ক্যালিফোর্নিয়ায় এক প্রশ্ন উত্তর অনুষ্ঠানে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ বলেন, সরাসরি আনলাইক নয়, কিন্তু মানুষ যাতে তাদের খারাপ লাগার প্রকাশ ঘটাতে পারে, তেমন কিছু যোগ করার কথা আমরা ভাবছি। উদাহরণ দিয়ে তিনি বলেন, কারও মৃত্যু সংবাদে যেমন লাইক দেওয়া যায় না, আবার আনলাইকও দেওয়া ভালো দেখায় না। কিন্তু তার দুঃখ পাওয়ার অনুভূতিটি যেন সহজে প্রকাশ করতে পারে, সে বিষয়টি ভাবা হচ্ছে। ফেসবুক বলছে, পৃৃথিবীতে প্রতিদিন সাড়ে চার বিলিয়ন লাইক দেওয়া হয়ে থাকে। সরাসরি 'আনলাইক' না হলেও, খারাপ লাগার অনুভূতি প্রকাশের সুযোগ থাকবে পৃৃৃথিবীজুড়ে ফেসবুক এখন সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক অনুষ্ঠানে অনেকেই 'লাইক' এর মতো একটি 'আনলাইক' বাটনের কথা আমাকে বলেছেন। জুকারবার্গ বলেন, কিন্তু আমার পৃৃথিবীকে এ রকম নেতিবাচক কিছু দিতে চাই না।' ফেসবুকে অনেক বানোয়াট লাইক দেওয়ার যে অভিযোগ রয়েছে, সেটি খুবই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে মার্ক জুকারবার্গ জানিয়েছেন। এদেরকে 'লাইক খামার' অভিহিত করে জুকারবার্গ বলেন, এসব ব্যবসায়ীর বিরুদ্ধে তারা আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন। বিবিসি। লাইক দিয়ে ইতিমধ্যে দুনিয়া মাতিয়েছে ফেসবুক। এবার দেখার পালা আনলাইক বাটন কতদূর গড়ায়। খবরটি ছড়িয়ে পড়ার পর নানারকম মন্তব্য ছুড়ছেন বিশ্লেষকরা। কেউ পক্ষে কেউব বিপক্ষে।- ইনফোটেক ডেস্ক

 

 

সর্বশেষ খবর