রবিবার, ১৯ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ই-কমার্স

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ই-কমার্স

কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকে ই-কমার্স অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষাসচিব নজরুল ইসলাম খান। তিনি বলেন, দেশে ই-কমার্সকে জনপ্রিয় করে তুলতে হলে সাধারণ মানুষকে ই-কমার্স সম্পর্কে সচেতন করতে হবে আর এ জন্য জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে মেলার আয়োজন করা যেতে পারে। একই সঙ্গে ই-কমার্স সম্পর্কে মানুষের মধ্যে আস্থা তৈরি করতে হবে। ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর ই-কমার্স মাস উদযাপন অনুষ্ঠানে সম্প্রতি তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম বলেন, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের শাকসবজি জন্মে যেমন- নাপা শাক, তোপসে মাছ। এসব পণ্য ঢাকাসহ বড় বড় শহরগুলোতে তেমন পাওয়া যায় না এবং অনেকেই এসব শাকসবজি বা মাছের কথা জানে না। ই-কমার্সের মাধ্যমে দেশের যেকোনো জায়গায় বসে মানুষ অনলাইনে এসব পণ্য কিনতে পারে। একটি শক্তিশালী ই-কমার্স ইন্ডাস্ট্রি গড়ে তোলার লক্ষ্যে দক্ষ জনবল তৈরি করা দরকার আর এ ই-ক্যাবকে যত দ্রুত সম্ভব বিভিন্ন ধরনের প্রশিক্ষণের আয়োজন করতে হবে। একই সঙ্গে স্কুল-কলেজে ছাত্র-ছাত্রীদের ই-কমার্স সম্পর্কে জানাতে হবে। ই-কমার্স মাস উপলক্ষে রাজধানীর রেস্টুরেন্টে অনুষ্ঠিত সম্মিলনে অন্যদের মধ্যে বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি মোস্তাফা জব্বার ও মো. সবুর খান, জাতীয় মহিলা সংস্থা চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম, বাংলাদেশ কম্পিউটার সোসাইটির প্রেসিডেন্ট প্রফেসর ড. মোহাম্মদ মাহফুজুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের মহাব্যবস্থাপক কে এম আব্দুল ওয়াদুদ, এসএমই ফাউন্ডেশন জেনারেল ম্যানেজার (জিএম) মো. মুজিবুর রহমান, আড়ং সিওও মোহাম্মদ আব্দুর রউফ, এসএসএল ওয়্যারলেস মহাব্যবস্থাপক আশীষ চক্রবর্তী এবং ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের হেড অব অনলাইন প্রমোশন মো. গিয়াস উদ্দীন বক্তব্য দেন। দেশে ই-কমার্সকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) ২০১৫ সালকে 'ই-কমার্স বছর' হিসেবে ঘোষণা করে। -ইনফোটেক ডেস্ক

 

সর্বশেষ খবর