রবিবার, ১৯ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

এক মিনিটেই স্মার্টফোন চার্জ!

এবার স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সুখবর হচ্ছে, সম্প্রতি স্মার্টফোনের জন্য এমন অ্যালুমিনিয়াম ব্যাটারি তৈরি করেছেন বিজ্ঞানীরা, যা ফুল চার্জ হতে সময় নেবে মাত্র ৬০ সেকেন্ড।জি নিউজের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা স্মার্টফোনের জন্য এমন অ্যালুমিনিয়াম ব্যাটারি তৈরির দাবি করেছেন, যেটি মাত্র ১ মিনিট সময়ে ১০০ শতাংশ চার্জ পূর্ণ করবে স্মার্টফোনের। নেচার জার্নালে প্রকাশিত হয়েছে এই গবেষণার রিপোর্ট। গবেষণার প্রধান লেখক ও রসায়নের অধ্যাপক হোঙ্গজি দাই বলেছেন, 'আমরা একটি রিচার্জেবল অ্যালুমিনিয়াম ব্যাটারি তৈরি করেছি, যা এখনকার স্মার্টফোনে ব্যবহৃত অ্যালকালাইন ব্যাটারিকে প্রতিস্থাপন করবে, অ্যালকালাইন ব্যাটারি পরিবেশের জন্য ক্ষতিকর। এখনকার স্মার্টফোনে ব্যবহৃত আরেক ধরনের লিথিয়াম আয়ন ব্যাটারিও ঝুঁকিপূর্ণ, কেননা এই লিথিয়াম আয়ন ব্যাটারি আগুনের সংস্পর্শে এলে বিস্ফোরণ ঘটতে পারে, তাই সেই ব্যাটারিও প্রতিস্থাপন করবে নতুন ব্যাটারি।' -ইনফোটেক ডেস্ক

সর্বশেষ খবর