রবিবার, ১৯ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা
ইনফো বিশ্ব

প্রথম সেলফি জাদুঘর!

প্রথম সেলফি জাদুঘর!

সেলফি। প্রযুক্তির দুনিয়ায় এই মুহূর্তে সবচেয়ে আলোচিত শব্দবন্ধু। আনন্দ, দুঃখ, রাগ, অভিমান, একাকিত্ব, টেনশন- জীবনের বিশেষ মুহূর্তে নিজের ছবি লেন্সবন্দী করে রাখার হিড়িক চলছে দুনিয়াজুড়ে। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নেতা থেকে স্কুলছাত্র, সেলফিতে মজেছে সবাই। এমন 'সেলফি-কালচার' নিয়েই এবার অভিনব উদ্যোগ নিল ফিলিপিন্স। বহু অর্থ ব্যয়ে সে দেশে তৈরি হলো বিশ্বের প্রথম সেলফি মিউজিয়াম। বিভিন্ন দেশের মানুষের আজব সেলফির জাদুঘর দর্শকদের জন্যও খুলে দেওয়া হয়েছে সোমবার থেকে। ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় দুনিয়ার প্রথম সেলফি মিউজিয়াম নিয়ে ব্যাপক উদ্দীপনা ছড়িয়েছে বিশ্বে। অন্যান্য মিউজিয়ামে নানা ছবি ও ভাস্কর্য দর্শকদের ছুঁয়ে দেখা নিষেধ থাকে। কিন্তু এই মিউজিয়ামে সব শিল্পকলা ছুঁয়ে দেখতে পাবেন দর্শকরা।

 

 

সর্বশেষ খবর