শিরোনাম
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা
আইটি তথ্য

রাতে কোথায় ছিলেন? ফেসবুক সব জানে!

ইনফোডেস্ক

রাতে কোথায় ছিলেন? ফেসবুক সব জানে!

আইফোনে একটি বিষয় লক্ষ করলে দেখবেন, facebook iOS অ্যাপ-টি চালু রাখলে ব্যাটারির চার্জ দ্রুত ফুরিয়ে যায়। অথচ অন্য অ্যাপগুলোতে অতটা ব্যাটারি পোড়ে না। কেন জানেন? কারণ আইফোনের ফেসবুক অ্যাপ আপনার যাবতীয় গতিবিধি ক্রমাগত ট্র্যাক করে। প্রত্যেক মুহূর্তে আপনাকে অনুসরণ করছে ওই অ্যাপ-টিই। তথ্যপ্রযুক্তি বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন, আইফোনের ফেসবুক অ্যাপ ফোনের জিপিএস ব্যবহার করে সব সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে ট্র্যাক করে। অর্থাৎ ওই ব্যক্তি কোথায় যাচ্ছেন, কতদিন থাকছেন, সব ব্যক্তিগত তথ্য ট্র্যাক করে ফেসবুককে পাঠায়। সিকিউরিটি রিসার্চার জনাথন জিয়ার্স্কি জানাচ্ছেন, আইফোনের ফেসবুক অ্যাপের কোড পরীক্ষা করে দেখা গিয়েছে, অ্যাপটি ফোনের লোকেশন ট্র্যাক করে ফেসবুককে ক্রমাগত পাঠাতে থাকছে। জিয়ার্স্কির কথায়, ‘আপনি যদি ক্রমাগত বিভিন্ন জায়গায় যাতায়াত করেন, তাহলে ব্যাটারির চার্জ তাড়াতাড়ি ফুরোয়।’ ফেসবুকের in-app location সেটিংসে খেয়াল করলেও দেখা যাবে, বলা আছে, যদি আপনার লোকেশন হিস্ট্রি থাকে এবং সেটিংসে ‘always’ করা থাকে, তাহলে যেসব জায়গায় আপনার বেশি যাতায়াত, সেসব জায়গার হিস্ট্রি  তৈরি করতে থাকবে, এমনকি অ্যাপ ব্যবহার না করলেও। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর