রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
টু কি টা কি

অ্যাপসই জানাবে খাবারের পুষ্টির মান!

ইনফোটেক ডেস্ক

এখন নানা কাজে ব্যবহার হয় স্মার্টফোন অ্যাপস। এবার কাজে লাগবে খাবারের পুষ্টির মান বিচারে। শিগগিরই এমনই এক অ্যাপস আত্মপ্রকাশ করানো হচ্ছে ভারত সরকারের পক্ষ থেকে। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউট্রিশনের কর্মকর্তা টি লংভা এ কথা বলেন।  ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা জানিয়েছেন, এই অ্যাপটি ইন্ডিয়ান ফুড কম্পোজিশন টেবিল-২০১৭ (আইএফসিটি) তথ্যের ওপর নির্ভর করে তৈরি করা হচ্ছে। এ অ্যাপের মধ্যে বিভিন্ন ধরনের খাবারের নাম ও পরিমাণ দিতে হবে। অ্যাপটি হিসাব করে জানাবে খাবারের পুষ্টি ও অন্যান্য তথ্য। তিনি আরও জানান, ‘যদি কেউ ইডলি খেয়ে থাকে তাহলে অ্যাপের সাহায্যে জানতে পারবে কত ক্যালরি সে ইনটেক করেছে।’

সর্বশেষ খবর