বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ট্রুকলার অ্যাপের কিছু সুবিধা

ইনফোটেক ডেস্ক

ট্রুকলার অ্যাপের কিছু সুবিধা

অপরিচিত বা স্ক্যামবিষয়ক কলের হাত থেকে ফোন ব্যবহারকারীদের রক্ষা করতে পারে ট্রুকলার (Truecaller) অ্যাপ। কারণ অ্যাপটির সাহায্যে অপরিচিত কোনো নাম্বার থেকে কল এলেও, কে কল করেছিলেন তা শনাক্ত করা সম্ভব হবে। এ ছাড়াও ফোন ব্যবহারকারীরা অ্যাপটির মাধ্যমে আরও বেশ কিছু সংখ্যক সেবা পাবেন। এক নজরে জেনে নেওয়া যাক, ট্রুকলারের সেবাগুলো সম্পর্কে- ১. প্রথমেই আপনার একটি প্রোফাইল তৈরি ও সেটিকে মডিফাই করতে পারবেন Truecaller-এ। আপনার নাম, ফোন নম্বর, ই-মেল আইডি এমনকি আপনার কর্মস্থলের প্রাথমিক পরিচিতিও জুড়ে দেওয়া যায় এ অ্যাপে। এর ফলে যখন আপনি এমন কাউকে ফোন করবেন, যার কাছে আপনার ফোন নম্বর নেই, আপনার নাম ও প্রাথমিক পরিচয় জেনে যাবেন। ২. আপনি চান না  এক্স গার্লফ্রেন্ড বা কোনো বিমা সংস্থার কর্মী আপনাকে ফোন করুক? খুব সহজেই আপনি অযাচিত সেসব ব্যক্তির ফোন নম্বর ‘ব্লক’ ও ‘স্প্যাম’ বলে চিহ্নিত করতে পারবেন।

৩. ইন্টারনেট চালু না থাকলেও কাজ করে ট্রুকলার। তবে আংশিকভাবে। ৪. এ অ্যাপটির মাধ্যমে ‘ভিডিও কল’-ও করা যায়। তবে যেহেতু ওই কলটি ‘গুগল ডুও’-র মাধ্যমে হয়, তাই আপনার স্মার্টফোনে ওই অ্যাপটিও থাকতে হবে। ট্রুকলারের ইন্টারফেসেই ফোন কল, এসএমএস, ভিডিও কল, কাউকে ব্লক বা স্প্যাম বলে চিহ্নিত করা যায়। ৫. ট্রুকলারকে সহজেই ফোনের ‘ডিফল্ট’ ডায়ালার হিসেবে সেট করতে পারেন। করতে পারেন মেসেজিং অ্যাপ হিসেবে। এর ফলে আপনি মিসড কল অ্যালার্ট বা নোটিফিকেশন পাবেন সহজেই। ৬. ট্রুকলার অ্যাপটির ইন্টারফেস খুবই সহজ। জরুরি পরিসেবা যেমন ব্লাড ব্যাঙ্ক, হাসপাতাল, ব্যাঙ্ক বা রেলের যাবতীয় ফোন নম্বর পেয়ে যাবেন। ৭. শুধু নাম বা স্রেফ ই-মেইল আইডি মনে থাকলেও সেটি ব্যবহার করে এ অ্যাপে তার ফোন নম্বর খুঁজে পেতে পারেন। তবে কিছু কিছু পরিসেবা পেতে আপনাকে সামান্য পয়সা খরচ করতে হবে। ৮. এমনিতে ট্রুকলার একটি টপ রেটেড ফ্রি অ্যাপ। কিন্তু কিছু অতিরিক্ত পরিসেবা পেতে সামান্য খরচ করতে হবে।

সর্বশেষ খবর