মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ইনফো বাজার

ইনফোটেক ডেস্ক

দেশে তৈরি সাশ্রয়ী মূল্যের আরেকটি ফিচার ফোন বাজারে ছাড়লো ওয়ালটন। ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত এই ফিচার ফোনের মডেল ‘ওলভিও এমএম ১৮’। আকর্ষণীয় ডিজাইনের ফোনটির দাম মাত্র ৯৮০ টাকা।

ওয়ালটন সেল্যুলার ফোন বিপণন বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, ডুয়েল সিমের ফোনটিতে ব্যবহৃত হয়েছে ২.৪ ইঞ্চির উজ্জ্বল রেজ্যুলেশনের পর্দা। দীর্ঘক্ষণ পাওয়ার ব্যাকআপের জন্য এতে রয়েছে ১৮০০ মিলিঅ্যাম্পিয়ার লি-আয়ন ব্যাটারি। ফোনটির বিশেষ ফিচারের মধ্যে আছে এলইডি ফ্ল্যাশযুক্ত ডিজিটাল ক্যামেরা, জিপিআরএস, বিল্ট-ইন ফেসবুক, ব্লুটুথ, টর্চলাইট, ব্লকলিস্ট, হোয়াইট লিস্ট, অটোমেটিক কল রেকর্ডিং, এমপি থ্রি, এমপি ফোর ও থ্রিজিপি প্লেয়ার, রেকর্ডিংসহ এফএম রেডিও, সাউন্ড ও ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা এবং ১৬ গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহারের সুযোগ।

এক বছরের রেগুলার ওয়ারেন্টির সঙ্গে বাংলাদেশে তৈরি এই ফোনে ক্রেতারা পাবেন ৩০ দিনের ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট সুবিধা। এছাড়াও ১০১ দিনের মধ্যে প্রায়োরিটি বেসিসে ৪৮ ঘণ্টার মধ্যে বিক্রয়োত্তর সেবা দেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর