বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ভারতের বাজারে নোকিয়া ৬.১ প্লাস

ইনফোটেক ডেস্ক

ভারতের বাজারে নোকিয়া ৬.১ প্লাস

ভারতে লঞ্চ হয়েছে নোকিয়া ৬.১ প্লাস। এই প্রথম ভারতে কোনো নোকিয়া ফোনের ডিসপ্লের ওপর কালো নচ দেখা যাবে। কয়েক মাস আগে চীনে নোকিয়া এক্স৬ ফোনটি লঞ্চ করা হয়েছিল। এর কিছুদিন পরেই এই ফোনটি নাম বদলে হংকং এ নোকিয়া ৬.১ প্লাস নামে লঞ্চ হয়েছিল। এবার ভারতের বাজারে এসে পৌঁছাল নোকিয়া ৬.১ প্লাস। নোকিয়া ৬.১ প্লাস একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন। অর্থাৎ এই ফোনে স্টক অ্যান্ড্রয়েডের সঙ্গেই জলদি লেটেস্ট অ্যান্ড্রয়েড আপডেট ও প্রতি মাসে লেটেস্ট সিকিউরিটি প্যাচ পাঠাবে গুগল। একই সঙ্গে ভারতে লঞ্চ হয়েছে নোকিয়া ৬.১ প্লাস। এই ফোনে রয়েছে স্টক অ্যান্ড্রয়েড, ১৯:৯ ডিসপ্লে, ডুয়াল ক্যামেরা। এই দামে Xiaomi Redmi Note 5 Pro, Xiaomi Mi A2 Avi Asus ZenFone Max Pro M1 এর মতো জনপ্রিয় ফোনগুলোর সামনে কড়া প্রতিযোগিতার মুখোমুখি হবে এটি।

ডিজাইন : নোকিয়া ৬.১ প্লাস ফোনের সামনে ও পিছনে গ্লাস ব্যবহার হয়েছে। এর সঙ্গেই ফোনকে মজবুত করতে একটি অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যবহার হয়েছে। ফোনের সামনে ডিসপ্লের ওপর একটি নচ রয়েছে। এই প্রথম ভারতে কোনো নোকিয়া ফোনের ডিসপ্লে উপরে নচ দেখা যাবে। কার্ভড এজ হওয়ার জন্য হাতে সহজেই ধরা যায় এই ফোন। তবে এক হাতে ব্যবহারে আমাদের সামান্য অসুবিধা হয়েছে। গ্লাস হোয়াইট, গ্লাস মিডনাইট ব্লু আর গ্লাস ব্ল্যাক কালার ভেরিয়েন্টে ভারতে নোকিয়া ৬.১ প্লাস পাওয়া যাবে। ফোনের গ্লাস ব্যাক নিঃসন্দেহে নজর কাড়বে। ফোনের পেছনে ডুয়াল ক্যামেরা থাকবে। একে অপরের উপরে-নিচে এই ক্যামেরা দুটি থাকবে। নিচের থাকবে এলইডি ফ্ল্যাশ। এই গোটা ক্যামেরা মডিউলের চারপাশে ক্রোম বর্ডার দেখা যাবে। ক্যামেরা মডিউলের নিচের থাকবে ফিঙ্গার প্রিন্ট সেন্সর। তার নিচে থাকবে কোম্পানির ব্র্যান্ডিং। অ্যান্ড্রয়েড ওয়ান প্রোগ্রামের অধীনে লঞ্চ হয়েছে অ্যান্ড্রয়েড। তাই ফোনের পিছনে নিচের দিকে অ্যান্ড্রয়েড ওয়ান লোগো দেখা যাবে।

সর্বশেষ খবর