বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
তথ্য বিচিত্রা

শুরু হলো ‘সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ

ইনফোটেক ডেস্ক

অ্যাডভান্স টেকনোলজি বিডির আয়োজনে দেশে প্রথমবারের মতো শুরু হলো ‘সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ ২০১৮’ শীর্ষক প্রতিযোগিতা। সম্প্রতি রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ ক্যাম্পাসে এ প্রতিযোগিতার উদ্বোধন হয়।   আর উদ্বোধনের পর ‘সাইবার সিকিউরিটি ফর স্টুডেন্ট’ বিষয়ে সচেতনাতমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার মিডিয়া সহযোগী কনসিটো পিআর। সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ ২০১৮ প্রতিযোগিতার সমন্বয়ক আবদুর রহমান শাওন জানিয়েছেন, প্রতিযোগিতায় দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।  সর্বোচ্চ তিনজন করে দল গঠনের মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে। 

সর্বশেষ খবর