সোমবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ডাউনলোডের আগে সতর্কতা

ইনফো ডেস্ক

প্লে-স্টোর কিংবা অ্যাপ স্টোর-পছন্দের অ্যাপ খুঁজতে গিয়ে ভুয়া ডাউনলোডের অভিজ্ঞতা কমবেশি সবারই আছে। তবে সহজ কিছু বিষয় মনে রাখলেই এর থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। ভুয়া অ্যাপ থেকে বাঁচার উপায় - ১) ভুয়া অ্যাপ থেকে দূরে থাকতে প্রথমেই ডেসক্রিপশন দেখা প্রয়োজন। অর্থাৎ অ্যাপ খুঁজে বের করেই ডাউনলোড নয়। আগে অ্যাপ ডিসক্রিপশন পড়ে দেখুন। ঠিক মনে হলে তবেই এগিয়ে যান।

২) অ্যাপ ডেভেলপার ও তাদের ওয়েবসাইটের নাম দেখে নিন। নাম দেখে সন্দেহ হলে গুগলে গিয়ে দ্বিতীয়বার চেক করুন। ৩) ডাউনলোডের আগে অবশ্যই রিভিউ ও রেটিং দেখে নিন। তবে মনে রাখবেন, ভুয়া রিভিউও থাকে। তা সতর্ক হয়েই পড়বেন। ৪) থার্ড পার্টি স্টোর্স থেকে অ্যাপ ডাউনলোড করবেন না। অর্থাৎ মেইল বা মেসেজে লিংক পেলেন অ্যাপ ডাউনলোড করার। সঙ্গে সঙ্গে ক্লিক করবেন না। যাচাই করুন এরপর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর