রবিবার, ৩১ মার্চ, ২০১৯ ০০:০০ টা

যে কারণে চার শতাধিক চ্যানেল বন্ধ ইউটিউবের

ইনফোটেক ডেস্ক

যে কারণে চার শতাধিক চ্যানেল বন্ধ ইউটিউবের

৪০০-এরও বেশি চ্যানেল বন্ধ করেছে ইউটিউব। অভিযোগ, সাধারণ ভিডিওর নামে এসব চ্যানেলে শিশুদের শোষণের ভিডিও দেখানো হতো বা চাইল্ড পর্নোগ্রাফি দেখানো হতো। ইউটিউবে একাধিক সংস্থা তাদের বিজ্ঞাপনের ভিডিও আপলোড করে। সেই বিজ্ঞাপনে বিভিন্নভাবে শিশুদের ব্যবহার করা হয়। সূত্রের খবর, এ বিষয়টি শিশুদের ওপর শোষণ বলে নতুন শর্ত যুক্ত করেছে ইউটিউব। এমনকি, এই চ্যানেলগুলোর বিরুদ্ধে একাধিক অভিযোগও জমা পড়েছে সংস্থার কাছে এবং সব অভিযোগ খতিয়ে দেখে চ্যানেলগুলোকে বন্ধের

সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। ইউটিউব জানিয়েছে, শিশুদের নিরাপত্তা রক্ষার্থেই তাদের এই সিদ্ধান্ত। ভবিষ্যতে ভিডিওর ক্ষেত্রে আরও বেশি নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে ইউটিউব। সূত্রের খবর, ইউটিউবের নজরে রয়েছে নেসলে, ডিজনি, ম্যাকডোনাল্ডের মতো সংস্থা? এই বিষয়ে ইউটিউবের অন্যতম ম্যাট ওয়াটসন জানিয়েছেন, এ প্যাটফর্ম ব্যবহার করে যাতে যৌনতা বা শিশুশ্রমের প্রচার না করা যায়, সেদিকে সজাগ দৃষ্টি রয়েছে। এই নজরদারির ক্ষেত্রে বিশেষ প্রযুক্তির সাহায্য নিচ্ছে সংস্থা। ভিডিওর কমেন্ট সেকশনেও যেন কেউ বিকৃত মন্তব্য করতে না পারেন, সেদিকেও নজর রাখা হবে।

সর্বশেষ খবর