বুধবার, ৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

ফেসবুক লাইভে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত

ইনফোটেক ডেস্ক

ফেসবুক লাইভে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত

ফের চ্যালেঞ্জের মুখে ফেসবুক। কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছে না লাইভ সেবা। এজন্য বিশ্বজুড়ে সমালোচিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি। একই সঙ্গে চাপের মুখেও পড়েছে তারা। ফলে প্রতিষ্ঠানটি শেষ পর্যন্ত ঘোষণা দিয়েছে ফেসবুক লাইভে কড়াকড়ি আরোপের।

মার্কিন বিজনেস ম্যাগাজিন ফোর্বস এক প্রতিবেদনে জানিয়েছে, লাইভ নীতিতে পরিবর্তন আনবে ফেসবুক। এক্ষেত্রে কারা লাইভ করতে পারবে তারও একটি নির্দেশনা আসতে পারে। এমনকি ভবিষ্যতে লাইভ করার আগে ফেসবুক কর্তৃপক্ষের অনুমতিও লাগতে পারে। ক্রাইস্টচার্চের মসজিদে হামলার পর ওই ঘটনার প্রায় ১৫ লাখ ভিডিও অপসারণ করা হয়েছে ফেসবুক থেকে। অভিযুক্ত সন্ত্রাসীদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও সরিয়ে ফেলা হয়েছে। পরবর্তীতে এ ধরনের ভিডিও প্রতিরোধে তারা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করবে। জানা গেছে, ফেসবুকের আরও বেশি দায়িত্বশীল হওয়া উচিত বলে মন্তব্য করেছেন গ্রাহকরা। তারাও সেটা মনে করে। নিউজিল্যান্ড হামলার পর ফেসবুক তিনটি পদক্ষেপ নিচ্ছে। এগুলো হলো- লাইভ নীতি কঠোর করা, হেট স্পিচ বা ঘৃণামূলক বক্তব্য চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া এবং নিউজিল্যান্ড কমিউনিটিকে সমর্থন দেওয়া।

সর্বশেষ খবর