সোমবার, ৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

কৃষ্ণ গহ্বরের ছবি দেখতে পাবেন পৃথিবীবাসী, জানাল নাসা

ইনফোটেক ডেস্ক

কৃষ্ণ গহ্বরের ছবি দেখতে পাবেন পৃথিবীবাসী, জানাল নাসা

খুব দ্রুত হয়তো পৃথিবীবাসী কৃষ্ণ গহ্বরের প্রথম ছবি দেখতে পাবেন। এমনটাই সম্ভাবনার কথা শোনাল নাসা। ইভেন্ট হরাইজন টেলিস্কোপ বা ইএইচটির গবেষণা প্রথম দফার ফলাফল নিয়ে আগামী বুধবার মোট ছয়টি সংবাদ সম্মেলন করবেন জ্যোতির্বিজ্ঞানীরা। সেখানেই কৃষ্ণ গহ্বরের প্রথম ছবি প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ ইএইচটির গবেষণার বিষয়ই ছিল কৃষ্ণ গহ্বর। কৃষ্ণ গহ্বর বিশেষজ্ঞ তথা ইউরোপিয়ান স্পেস এজেন্সির জ্যোতির্বিজ্ঞানী পল ম্যাকনামারা জানান, ৫০ বছর আগে কয়েকজন বিজ্ঞানী আমাদের ছায়াপথের মাঝে দেখেছিলেন অত্যন্ত উজ্জ্বল কোনো বিন্দু। সেটার মাধ্যাকর্ষণ শক্তি এতটাই বেশি ছিল যে নক্ষত্রগুলো তাকে প্রদক্ষিণ করত অত্যন্ত দ্রুতগতিতে। ২০ বছরের মধ্যে সব কটি নক্ষত্র প্রদক্ষিণ করে ফেলছে সেই উজ্জ্বল নক্ষত্র। অথচ তুলনামূলকভাবে আমাদের সৌরমণ্ডলের ছায়াপথকে প্রদক্ষিণ করতে সময় লাগে দুই কোটি ৩০ লাখ বছর। তিনি আরও বলেন, ওই উজ্জ্বল বিন্দু আসলে কৃষ্ণ গহ্বর। যাকে ঘিরে রয়েছে সাদা গরম গ্যাস এবং প্লাজমার ঘূর্ণি। ওই বিন্দুর মধ্যবর্তী স্থানে সব কিছুই অন্ধকার হয়ে যাচ্ছে। এর ভিতরে ঢুকে গেলে পালাতে পারবেন না কারণ আপনার অসংখ্য শক্তির প্রয়োজন হবে। এর উল্টো দিকে থাকলেই নীতিগতভাবে তা পারবেন। কারণ আমরা আমাদের ছায়াপথের সমতল জায়গায় রয়েছি। মাইকেল ব্রেমার নামে আরেক জ্যোতির্বিজ্ঞানী বলেন, একাধিক মানমন্দিরে ছোট ছোট দূরবীক্ষণ যন্ত্র সাহায্যে এত বছর ধরে তারা পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে গিয়েছেন। কারণ একটি বিশাল দূরবীক্ষণ ব্যবহার করলে সেটা তার নিজের ওজনেই ভেঙে পড়ার আশঙ্কা ছিল। কৃষ্ণ গহ্বরের মধ্যবর্তী স্থানে সেটির ভর একটিই জিরো ডাইমেনশনাল পয়েন্টে আটকানো থাকে। 

সর্বশেষ খবর