বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

জি-মেইলে পাসওয়ার্ডযুক্ত ই-মেইল পাঠাবেন যেভাবে

ইনফোটেক ডেস্ক

জি-মেইলে পাসওয়ার্ডযুক্ত ই-মেইল পাঠাবেন যেভাবে

কনফিডেনশিয়াল মোড ফিচারের সাহায্যে সুরক্ষিত মেইল পাঠানো সম্ভব। অর্থাৎ কনফিডেনসিয়াল মোড ব্যবহার করে গ্রাহকরা পাসওয়ার্ডযুক্ত ইমেইল পাঠাতে পারেন। এই মেইল পাঠানোর সময় একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন প্রেরক। প্রাপককে সেই মেইল ওপেন করতে হলে পাসওয়ার্ডটি জানতে হবে। তা না হলে কোনোভাবেই তিনি সেটা ওপেন করতে পারবেন না। অর্থাৎ কনফিডেনশিয়াল মোড হলো সুরক্ষিত উপায়ে ইমেইল পাঠানোর পদ্ধতি যা তৃতীয় কারও পক্ষে ওপেন করা সম্ভব নয়। চলুন দেখে নেওয়া যাক কনফিডেনশিয়াল মোড ব্যবহার করে কীভাবে ইমেইল পাঠাতে হয়- ১. প্রথমে আপনার জিমেইল অ্যাকাউন্টে প্রবেশ করুন।

২. ওপরের বাম পাশে কম্পোজ অপশনে ক্লিক করুন। ৩. কম্পোজ উইন্ডোতে প্রাপকের মেইল অ্যাড্রেস যুক্ত করুন এবং ইমেইল বার্তা লিখুন। ৪. এবার যেখানে সেন্ড অপশনটি আছে তার একেবারে ডানপাশে ঘড়ি চিহ্নযুক্ত একটি অপশনে ক্লিক করুন এবং সেখানে ‘কনফার্ম বাই এসএমএস পাসকোড’ অপশনে সিলেক্ট করুন। ৫. এক্সপাইরেশন লিমিট (কখন এই মেইলটি স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে) নির্দিষ্ট করুন। ৬. এ পর্যায়ে যাকে ইমেইল করছেন তার কোন ফোন নম্বরে পাসওয়ার্ডটি পাঠাবেন তা দিতে হবে। ৭. এরপর প্রাপক আপনার দেওয়া পাসওয়ার্ডযুক্ত একটি মেসেজ পাবে। তখন তিনি জি-মেইলের ইনবক্সে গিয়ে এই পাসওয়ার্ডটি প্রবেশ করানোর মাধ্যমে আপনার মেইলটি ওপেন করতে পারবেন। ৮. যখন প্রাপক তার মোবাইল ফোনে মেসেজের মাধ্যমে আসা কোড দেবেন কেবল তখনই তিনি মেইলটি খুলতে সক্ষম হবেন। তবে এ পদ্ধতিতে মোবাইলের ক্ষেত্রে জি-মেইলের আপডেটেড ভার্সন ব্যবহার করতে হবে। জি-মেইল অ্যাপের সর্বশেষ ভার্সন আছে এমন আইফোন বা অ্যান্ড্রয়েড স্মার্টফোন লাগবে।

সর্বশেষ খবর