বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

সেলফি যখন পপ আপে

ইনফোটেক ডেস্ক

সেলফি যখন পপ আপে

সেলফিপ্রেমীদের কথা মাথায় রেখে নিত্যনতুন প্রযুক্তি যোগ করছে মোবাইল নির্মাতা প্রতিষ্ঠানগুলো। এ রকমই একটি- পপ আপ। এ ধারাবাহিকতায় ভিভোর ৩২ মেগাপিক্সেল পপ আপ সেলফি ক্যামেরার ভি১৫ এবং ভি১৫ প্রো স্মার্টফোন নজর কেড়েছে গ্রাহকদের। দুইটি ফোনেই রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার তিনটি রিয়ার ক্যামেরা। ৬ জিবি র‌্যামসমৃদ্ধ দুইটি ফোনে হাই পারফরমেন্স গেমস খেলাসহ সার্বিক অপারেশন করা যায় সহজে ও সাচ্ছন্দ্যে। ভিভো বাংলাদেশ জানায়, গত ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ভি১৫ প্রো এবং মার্চের তৃতীয় সপ্তাহে ভি১৫ বাজারে ছাড়ে কোম্পানিটি। এপ্রিলের শেষ নাগাদ যে পরিমাণ বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তা প্রথম সপ্তাহেই পূরণ হয়ে গেছে। ভিভো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডিউক বলেন, এই দুইটি ফোন নিয়ে আমরা খুবই আশাবাদী ছিলাম। তবে গ্রাহকদের সাড়া আমাদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। এটি প্রমাণ করে ভোক্তাদের চাহিদা ও পছন্দের প্রযুক্তিসমৃদ্ধ ফোন বাজারজাত করতে পারছে ভিভো। এ অর্জন মানুষের প্রত্যাশা পূরণে আরও প্রতিশ্রুতিবদ্ধ করেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর