বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

আইটি বিশ্ব

ইনফোটেক ডেস্ক

মহাকাশ নিয়ে গবেষণায় এবার নতুন উদ্যোগ নিয়েছে নাসা। এবার নভোচারীদের গবেষণায় সহায়তা করার পাশাপাশি, রক্ষণাবেক্ষণ এবং মজুদ পর্যবেক্ষণের জন্য আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে তিনটি রোবট মৌমাছি পাঠাচ্ছে মার্কিন এই মহাকাশ গবেষণা সংস্থা। রোবটটির নাম রাখা হয়েছে অ্যাস্ট্রোবি। চলতি মাসেই তিনটির মধ্যে দুটি অ্যাস্ট্রোবি মহাকাশ কেন্দ্রে পাঠাবে নাসা। সম্প্রতি সংস্থাটির এক ব্লগ পোস্টে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রযুক্তি সাইট সিনেটেরের প্রতিবেদনে বলা হয়, ক্যালিফোর্নিয়ার মাউন্টেইন ভিউতে নাসার অ্যামেস রিসার্চ সেন্টারে তৈরি করা হয়েছে আস্ট্রাবি।

কাজ করার জন্য অ্যাস্ট্রোবির রয়েছে রোবোটিক বাহু। নেভিগেশনের জন্য ক্যামেরা এবং সেন্সর ব্যবহার হয়েছে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর