রবিবার, ২১ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

চীনের শেনজেনে গ্লোবাল অ্যানালিস্ট সামিট

ইনফো ডেস্ক

চীনের শেনজেনে গ্লোবাল অ্যানালিস্ট সামিট

চীনের শেনজেনে সম্প্রতি হুয়াওয়ের ১৬তম গ্লোবাল অ্যানালিস্ট সামিট অনুষ্ঠিত হয়েছে। এ বছরের উপজীব্য ছিল ‘সম্পূর্ণ সংযুক্ত ও বুদ্ধিবৃত্তিক বিশ্ব গড়া’। হুয়াওয়ের সঙ্গে বিভিন্ন দেশের আরও ৬৮০টি শিল্প ও আর্থিক অ্যানালিস্ট, বিশেষজ্ঞ এবং গণমাধ্যম কর্মীরা এতে অংশ নেন, যাদের মধ্যে টেলিকম, ইন্টারনেট ও আর্থিক প্রতিষ্ঠানের অ্যানালিস্টরা ছিলেন। অংশগ্রহণকারীরা নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে কিভাবে একটি সম্পূর্ণ সংযুক্ত ও বুদ্ধিবৃত্তিক বিশ্ব গড়া যায় সে বিষয়ে আলোচনা করেন। ইন্ডাস্ট্রি ট্রেন্ড ও স্ট্র্যাটেজিক বিষয় তুলে ধরে হুয়াওয়ের ডেপুটি চেয়ারম্যান কেন হু বলেন, ‘ইতিমধ্যে বুদ্ধিবৃত্তিক বিশ্ব তৈরি হয়েছে। আমরা এটা অনুভব করতে পারি। তথ্যপ্রযুক্তি খাতে বর্তমানে অবিশ্বাস্য উন্নয়নের সুযোগ সৃষ্টি হয়েছে।’ হুয়াওয়ের ধারণা অনুযায়ী, ২০২৫ সালের মধ্যে বিশ্বে ২.৮ বিলিয়ন মানুষ ফাইভজি ব্যবহার করবে। ফলে ব্যবহারকারীদের এই বড় অংশকে সহায়তা করতে একটি খুবই সাধারণ, শক্তিশালী ও বুদ্ধিবৃত্তিক নেটওয়ার্ক উন্নয়ন ও গ্রাহক সেবায় নতুন নতুন মাত্রা যোগ করাই হুয়াওয়ের লক্ষ্য। হুয়াওয়ের পরিচালনা পর্ষদের ডিরেক্টর এবং ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক রিসার্চের প্রেসিডেন্ট উইলিয়াম জু বলেন, ‘হুয়াওয়ে ইনোভেশন ২.০ যুগের দিকেই অগ্রসর হচ্ছে।’ ইনোভেশন ২.০ হলো ল্যভিত্তিক তাত্ত্বিক জ্ঞান ও নতুন নতুন উদ্ভাবন।

সর্বশেষ খবর