মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯ ০০:০০ টা

হোয়াটসঅ্যাপ মামলা করতে পারে আপনার বিরুদ্ধেও!

ইনফোটেক ডেস্ক

হোয়াটসঅ্যাপ মামলা করতে পারে আপনার বিরুদ্ধেও!

দীর্ঘদিন ধরেই মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে প্রচুর পরিমাণে ভুল, উত্তেজক খবর অনবরত শেয়ার করা হচ্ছে। কিন্তু কোথা থেকে, কে এই খবরগুলো শেয়ার করছে তা সব সময় জানা সম্ভব হয় না। প্রতিষ্ঠানটিও জানাচ্ছে, মানুষের কাছে কখনই আশা করা যায় না তারা সব খবর জানবেন বা সত্যতা বিচারের পর তা শেয়ার করবেন।

এর আগে হোয়াটসঅ্যাপ পদক্ষেপ করেছিল, যখন কোনো ইউজার অ্যাকাউন্ট খোলার জন্য সাইন-আপ করবে, তখনই তার দেওয়া যাবতীয় তথ্য সম্পর্কে সন্দেহ হলে সে মুহূর্তেই তাকে ব্যান করে দেওয়া হবে। তিনি আর অ্যাকাউন্ট খুলতে পারবেন না। সংস্থার দাবি, ২০ লাখের বেশি ইউজারের অ্যাকাউন্ট ইতিমধ্যেই ডিলিট করা হয়েছে। এমনকি একই সঙ্গে কোনো একটি মেসেজ একই সময়ে পাঁচ জনের বেশি জনকে শেয়ার করাও এখন আর সম্ভব নয়। কিন্তু তারপরও এই প্রবণতা ঠেকানো যাচ্ছে না। তাই সংস্থা এবার আরও কড়া পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে। সংস্থার গাইডলাইনে বলা হয়েছে, যে বা যারা  হোয়াটসঅ্যাপে ভুল খবর শেয়ার করবে বা অবৈধ কাজকর্ম করবেন, তাদের বিরুদ্ধে আদালতে মামলা করা হবে। তবে এই শর্তাবলি প্রযোজ্য হবে ডিসেম্বর থেকে। কিন্তু কোন পদ্ধতিতে এই মামলা করা হবে, কীভাবে হবে, সেই বিষয়ে সঠিক কিছু জানা যায়নি। এই  উদ্যোগ কতটা অপরাধ কমাতে পারে সেটাই এখন দেখার।

সর্বশেষ খবর