শিরোনাম
মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯ ০০:০০ টা

অ্যান্ড্রয়েড ফোন ভাইরাস মুক্ত করবেন যেভাবে

ইনফোটেক ডেস্ক

অ্যান্ড্রয়েড ফোন ভাইরাস মুক্ত করবেন যেভাবে

অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েডের সুরক্ষা ব্যবস্থায় নানা সমস্যা দেখা দিয়েছে বেশ কিছু বছর ধরে। সব থেকে বেশি হ্যাক হয় মূলত অ্যান্ডয়েড ফোনগুলো। বর্তমানে এ কারণেই প্রতিনিয়ত সিকিউরিটি প্যাচ আপডেট হচ্ছে প্রত্যেকটি অ্যান্ড্রয়েড ডিভাইসে। আসছে বিভিন্ন ফিচার, যেমন প্লে প্রোটেক্ট ইত্যাদি। এ ছাড়াও গুগল বিভিন্ন ভাইরাস আক্রান্ত অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করার সুবিধা বন্ধ করে দিয়েছে। তা সত্ত্বেও মোবাইলে ভাইরাস ঢুকে পড়ে। যেভাবে ডিভাইসটি থেকে ভাইরাস মুক্ত করা যাবে- ১. আপনার স্মার্টফোনটি সুইচ অফ করুন এবং সাউন্ড বাটন এবং অফ বাটন একসঙ্গে প্রেস করে ফোন রিবুট করুন। ২. রিবুট অপশন খুললে সেখানে রিস্টার্ট বাটন প্রেস করুন, যাতে এই সময় ফোনে কোনো রকম ক্ষতি না হয়। ৩. রিস্টার্ট হয়ে গেলে সেটিংস অপশনে যান এবং অ্যাপ অপশনে যান। ৪. আপনি যা অ্যাপ ডাউনলোড করেছেন, সেগুলো একবার দেখে নিন। কোনো রকম অযাচিত অ্যাপ দেখলে সেইটাতে ক্লিক করুন।

৫. এরপর এই অযাচিত অ্যাপটি আন ইনস্টল করুন। ৬. যদি আন ইনস্টল বাটনটি না থাকে, তা হলে প্রথমে অ্যাপটি থেকে ‘অ্যাডমিন অ্যাক্সেস’ প্রত্যাহার করতে হবে। এরপর আবার সেটিংস থেকে সিকিউরিটি অপশনে গিয়ে ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটর অপশনে গিয়ে যে অ্যাপগুলো অযাচিত, সেইগুলো সিলেক্ট করে আন ইনস্টল করুন। ৭. এবার ফোনটি আবার রিস্টার্ট করুন। কিন্তু মাথায় রাখবেন এবার কিন্তু নরমাল মোডে রিস্টার্ট করতে হবে। ৮. যদি উপরের পদ্ধতিতে কোনো কাজ না হয়, সে ক্ষেত্রে সেটিংস অপশনে গিয়ে সিস্টেম-রিসেট অপশন-ইরেস অল ডেটা অপশন সিলেক্ট করতে হবে। এতে আপনার সেটটি আবার নতুন মুডে চলে আসবে।

সর্বশেষ খবর