সোমবার, ১৫ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ইনফো বাজার

ইনফোটেক ডেস্ক

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সম্প্রতি অনুষ্ঠিত হল স্মার্টফোন ও ট্যাব মেলা। মেলায় বিক্রির দিক থেকে শীর্ষে ছিল হুয়াওয়ের পি৩০ লাইট স্মার্টফোনটি। গত মার্চে বৈশ্বিক উন্মোচন হয় হুয়াওয়ের আলোচিত ফ্ল্যাগশিপ পি৩০ সিরিজের।

ফোনটিতে ব্যবহার করা হয়েছে ওয়াইড অ্যাঙ্গেলের ট্রাইলেন্স ক্যামেরা। ডিজিটাল জুমিং সুবিধাসহ ফোনটিতে থাকছে ১.৮ অ্যাপারচারের ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের ২৪ মেগাপিক্সেলের প্রধান রিয়ার ক্যামেরা। এছাড়াও আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলের ৮ মেগাপিক্সেল ও বোকেহ সুবিধাসহ ২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা।

এতে ব্যবহার করা হয়েছে ২.০ অ্যাপারচারের ৩২ মেগাপিক্সেলের এআই ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে যোগ করা হয়েছে পোট্রেইট, প্যানারোমা, থ্রিডি প্যানারোমা, ফিল্টারিং, ক্যাপচার স্মাইলস, প্রভৃতি ফোনটিতে অনবরত ভিডিও ক্যাপচারিং করা যাবে। সঙ্গে রয়েছে ১০৮০ পিক্সেলের ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা। পাওয়া যাবে ১৯২০ ও ১০৮০ পিক্সেলের ভিডিও রেজ্যুলেশন।

ফোনটিতে আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকায় ১২০ ডিগ্রির বিস্তৃত ভিউও পাওয়া যাবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর